NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

কলকাতার ২৬ জনের তালিকায় জায়গা হয়নি সাকিব-লিটনের


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১:০১ পিএম

কলকাতার ২৬ জনের তালিকায় জায়গা হয়নি সাকিব-লিটনের

এবারের আসরে প্রথমবারের মত মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের আগে নিজেদের ফেইসবুক পেইজে দলের ২৬ জন সদস্যের একটি তালিকা প্রকাশ করে ফ্যাঞ্চাইজিটি। আর তাতে দেখা যায়নি সাকিব আল হাসান এবং লিটন দাসকে।

মূলত ২০২২ সালের খেলোয়াড়দের তালিকা হওয়ায় সেখানে নেই বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার। দুজনই এবার কলকাতার হয়ে খেলার জন্য চুক্তি করেছেন। যদিও বিসিবির ছাড়পত্র ইস্যুতে এখনও ভারতে যেতে পারেননি তারা।

ফেসবুক পেজে প্রকাশিত ওই ছবিতে কলকাতা ক্যাপশন দিয়েছে, ‘এগিয়ে চল। আমরা অপেক্ষা করছি।' বিদেশি ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ নবী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, লকি ফার্গুসনদের মতো তারকাদেরও নাম ছিল। 

গত বছরের ২২ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত নিলামে সাকিবকে দেড় কোটি ও লিটনকে ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা। সাকিব ২০১১ সাল থেকে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলে আসলেও এবারই প্রথম সুযোগ পেলেন লিটন।