NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

ওপেনিং জুটিতে সফলতার কারণ, ‘পার্টনার বদল’


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:০৩ এএম

ওপেনিং জুটিতে সফলতার কারণ, ‘পার্টনার বদল’

নাঈম শেখ, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ  গেল কয়েকমাসে সবাইকে দিয়েই ওপেনিংয়ে চেষ্টা করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কিন্তু কেউই থিতু হতে পারেননি। ওপেনারদের এমন আসা যাওয়ার মাঝেও এক প্রান্ত আগলে রেখেছিলেন লিটন দাস। 

এতসব পরিবর্তনের পর অবশেষে লিটনের সঙ্গী হিসেবে রনি তালুকদারে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। আর তাতে কিছুটা হলেও সফল তারা। সবশেষ ৫ ইনিংসে লিটনের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন রনি। যেখানে তারা ৬৩.৮০ গড়ে ৩১৯ রান করেছেন।

আজ বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিজেদের ইতিহাসে ১২৪ রানের সর্বোচ্চ উদ্বোধনী জুটি গড়েন লিটন-রনি। ম্যাচ শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা লিটন দাসের কাছে জানতে চাওয়া হয় ওপেনিংয়ে কোন পরিবর্তনের কারণে ধারাবাহিক রান আসছে? লিটন বলেন, ‘পার্টনার বদলে গেছে, হয়ে গেছে।'

এরপরই সেই প্রশ্নের অতীত টেনে আনায় কিছুটা নাখোশ হন লিটন। সে সময় তিনি বলেন, ‘আরেকটা জিনিস হচ্ছে আপনারা যেকোনো সময় যখন প্রশ্ন করেন, পেছনের কথা কেন টানেন সবসময়। নতুন যে জিনিস ভালো হচ্ছে, সেটা কী ভালো লাগছে না! দুই বছর, এক বছর...অতীত টানার তো কোনো দরকার নেই। এখন ভালো খেলতেছি, এই পার্টনার কতটা যেতে পারে দেখি।'

ওপেনাররা প্রতিদিন যে সফল হবেন না, সেটিও মনে করিয়ে দিয়ে লিটন বলেন, ‘আমার মনে হয় উদ্বোধনী জুটিতে এটাই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর থেকে তো বড় কিছু হতে পারে না। কিন্তু ব্যাক টু ব্যাক প্রতিটা ম্যাচে আপনি এই সাফল্য পাবেন না। যে যাবো আর হিট করবো। স্ট্রাগল টাইম আসবেই। তবে ব্যাটিং করে অনেক মজা পাচ্ছি আর কী তার সঙ্গে।'