NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

সকালের আনন্দ বিকেলে ম্লান


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪৭ এএম

>
সকালের আনন্দ বিকেলে ম্লান

চাইনিজ তাইপেতে চলমান এশিয়া কাপ আরচ্যারিতে আজ সকালটা বাংলাদেশের জন্য দারুণ ছিল। দিয়া সিদ্দিকী ও আব্দুল হাকিম রুবেল জুটি রিকার্ভ মিশ্র বিভাগের ফাইনালে উঠেছে। বিকেলে দুই জনই ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। সকালে একটি ফাইনাল নিশ্চিত হলেও বিকেলে চার ইভেন্টের একটির ফাইনালেও উঠতে পারেনি বাংলাদেশ। 

রিকার্ভ নারী এককে অলিম্পিয়ান আরচ্যার দিয়া সিদ্দিকী কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বয়লে মেডলাইনের সঙ্গে টাইব্রেকারে জেতেন। সেমিফাইনালে স্বাগতিক চাইনিজ তাইপের আরচ্যার লিনের সঙ্গে ৬-০ সরাসরি সেটে হেরে ব্রোঞ্জ লড়াইয়ে নাম লেখান। 

রিকার্ভ পুরুষ এককেও বাংলাদেশ ব্রোঞ্জের জন্য লড়বে। আব্দুল হাকিম রুবেল সেমিফাইনালে ভারতের রাহুলের সঙ্গে ৬-৪ সেট পয়েন্টে হারেন। প্রথম দুই সেট ড্র হয়। পরের দুই সেট একটি করে জেতেন দুই জন। পঞ্চম ও শেষ সেট ফাইনাল নির্ধারণী হয়। ফাইনাল সেটে ভারতের রাহুল ২৮ আর বাংলাদেশের রুবেল ২৭ স্কোর করে বিদায় নেন। 

রিকার্ভ এককে বাংলাদেশ ব্রোঞ্জের লড়াইয়ে থাকলেও কম্পাউন্ডে বিদায় হয়েছে কয়েক ধাপ আগেই। কম্পাউন্ড পুরুষ বিভাগে আশিকুজ্জামান প্রি কোয়ার্টার থেকে বিদায় নেন। আশিক প্রি কোয়ার্টারে বিদায় নিলেও শ্যামলী রায় কোয়ার্টার পর্যন্ত পৌছেছেন। ভারতের প্রগতীর সঙ্গে ১৪৫-১৩৮ পয়েন্টে হারেন। 

আগামীকাল রিকার্ভ ও কম্পাউন্ড উভয় বিভাগে দলগত খেলা রয়েছে। পরশু দিন সকল ইভেন্টের পদক নিষ্পত্তি।