NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

আজ গ্রেপ্তার হতে পারেন ইমরান খান


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০২:৩৯ এএম

>
আজ গ্রেপ্তার হতে পারেন ইমরান খান

দলীয় এক নেতাকে গ্রেপ্তার ও নির্যাতন করার অভিযোগে ২০২০ সালের ২০ আগস্ট জেবা চৌধুরী নামের এক বিচার বিভাগীয় মেজিস্ট্রেট এবং এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে হুমকি দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

এ হুমকির পর ইমরানের বিরুদ্ধে ইসলামাবাদে মামলা দায়ের করা হয়। কিন্তু ইমরান খান কয়েকবার মামলায় হাজিরা দেননি। এর জেরে সোমবার (১৩ মার্চ) তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত।  

আর আদালতের এ নির্দেশ পালনে মঙ্গলবার ইমরান খানকে গ্রেপ্তার করা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

ইমরান খানকে গ্রেপ্তারে মরিয়া বর্তমান সরকারের নির্দেশ পালনে মঙ্গলবার সকালে ইসলামাবাদ থেকে হেলিকপ্টারযোগে লাহোরে এসেছে পুলিশের একটি বিশেষ দল।  

একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, ইসলামাবাদ ও লাহোর পুলিশের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে। আর এ বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদ পুলিশকে সব ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাহোর পুলিশ। এছাড়া তারা নিশ্চিত করবে, ইসলামাবাদের পুলিশ সদস্যরা যেন কোনো বাধা ছাড়াই ইমরানের বাসভবন জামান পার্কে যেতে পারেন।

তবে সূত্রটি জানিয়েছেন, জামান পার্কে যাওয়ার আগে ইসলামাবাদ পুলিশ ইমরানের নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।

হুমকি ছাড়াও তোষাখানা মামলায়ও ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আদালতে উপস্থিত হননি ইমরান। এর বদলে সোমবার লাহোরে একটি র‌্যালি করেছেন তিনি। এছাড়া ঘোষণা দিয়েছেন রোববার ‘ঐতিহাসিক’ এক র‌্যালি করবেন।

তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করতে গত ৫ মার্চ তার বাসভবন জামান পার্কে গিয়েছিল পুলিশের একটি দল। কিন্তু তারা বাড়ির ভেতর সাবেক প্রধানমন্ত্রীকে খুঁজে পাননি। ফলে পুলিশকে খালি হাতে ফিরে যেতে হয়।

এদিকে ইমরান খান আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন তাকে যেন ভার্চ্যুয়ালি শুনানিতে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হয়। অসুস্থ, তাই স্বশরীরে আদালতে উপস্থিত হতে পারছেন এমন যুক্তি দিচ্ছেন তিনি।