NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

নিপীড়নের মামলায় হাকিমির জেরা শুরু


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৪:০২ পিএম

>
নিপীড়নের মামলায় হাকিমির জেরা শুরু

সাম্প্রতিক সময়ে যৌন নিপীড়নের মতো ঘটনায় বেশি জড়িয়ে পড়ছেন বিশ্ব ফুটবলের তারকারা। খেলার বাইরে নেতিবাচক ঘটনায় ফুটবলের নান্দনিক সৌন্দর্যই যেন ম্লান হয়ে পড়ছে। নতুন করে ধর্ষণের অভিযোগ ওঠা মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে আগেই তদন্তের কাজ শুরু হয়েছিল। এবার সেই অভিযোগ আমলে নিয়ে তাকে জেরা শুরু করেছেন প্যারিসের নান্তেস আদালত।

বর্তমানে ফরাসি ক্লাব পিএসজিতে খেলা এই ডিফেন্ডারকে বৃহস্পতিবার নান্তেসের প্রসিকিউটররা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ডেকেছিলেন। সে সময় ২৪ বছর বয়সী এই মরক্কান ফুটবলারকে ধারাবাহিকভাবে জেরার মুখে পড়তে হয়। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদসংস্থা এএফপি।

এর আগে ২৬ ফেব্রুয়ারি ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেন। যেখানে এর আগেরদিন ওই নারীকে প্যারিসের বাসায় ডেকে নিয়ে হাকিমি ধর্ষণ করেন বলে উল্লেখ করা হয়। তবে সম্প্রতি হাকিমি ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশ নিতে দেখা যায়।

dhakapost
হাকিমি ও তার স্ত্রী হিবা আবুকে

দেশটির সংবাদমাধ্যম লে প্যারিসিয়েনকে হাকিমির আইনজীবী ফ্যানি কোলিন জানান, ‘তিনি (হাকিমি) কোনো ভুল কিছু করেননি। অভিযোগকারী নারী মিথ্যা বলছেন। তাই বিচার প্রক্রিয়াতেও হাকিমি শান্ত আছেন এবং বিচারে নির্দোষ বলে প্রমাণিত হবেন।’

এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, হাকিমির স্ত্রী হিবা আবুকে একজন অভিনেত্রী এবং মডেল। ছুটি কাটাতে সন্তানকে নিয়ে তিনি বর্তমানে দুবাইয়ে আছেন। এরই সুযোগে বোলেন-বিলান কোর্টের নিজ বাড়িতে সেই নারীকে আমন্ত্রণ জানান হাকিমি। তবে সপ্তাহখানেক পর পিএসজি তারকার বিরুদ্ধে পুলিশের কাছে সেই নারী অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ওই নারীকে বাড়িতে আমন্ত্রণ জানান হাকিমি। পরবর্তীতে যৌন মিলনে সম্মতি না দেওয়ায় মারধরের পর তাকে ধর্ষণ করেন পিএসজির রাইটব্যাক।