NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

২৯ বছরের পুরোনো ছবি নিয়ে শাহরুখের স্মৃতিচারণ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৩:০৯ এএম

>
২৯ বছরের পুরোনো ছবি নিয়ে শাহরুখের স্মৃতিচারণ

সারা বিশ্বজুড়ে ঝড় তুলেছে শাহরুখের পাঠান সিনেমা। কিন্তু এরই মাঝে তিনি ২৯ বছরের পুরোনো ছবি ‘কভি হা কভি না’-র সময়ে চলে গেলেন। রোববার স্মৃতির সিড়ি বেয়ে এভাবেই কিছুটা অতীতে ফিরে গেলেন শাহরুখ। 

ছবিতে তার চরিত্রের নাম ছিল সুনীল। সেই সুনীলেরই একটি ছবি পোস্ট করেন সুপারস্টার। ছবিতে সুনীল ছিলেন এক জন স্ট্রাগলিং মিউজিশিয়ান। সেই চরিত্রে নজর কেড়েছিলেন নবাগত শাহরুখ। রোববার শাহরুখ লেখেন, সেই ছবি তাকে কী শিখিয়েছে?

‘কভি হা কভি না’র একটি ছবি পোস্ট করে আবেগতাড়িত হয়ে শাহরুখ লেখেন, ‘সেই পর্যায়ে...সেই বয়সে...কাঁচা..অনিয়ন্ত্রিত...নৈপুণ্য তখনো অনির্ধারিত..ভারতের সেরা কাস্ট এবং ক্রু দিয়ে আবর্তিত এবং একজন পরিচালক যাকে আমি প্রতিদিন মিস করি! আমাকে শিখিয়েছে যে মাঝে মাঝে তুমি মুহূর্ত হেরে যাও...কিন্তু বাকি সব জিতে যাও...আমি নিশ্চিত কোথাও না কোথাও সুনীলও করেছে!’ 

শাহরুখ পোস্টটি শেয়ার করার পরপরই তার ইন্ডাস্ট্রির বন্ধু এবং ভক্তরা কমেন্ট করতে শুরু করে। বাণী কাপুর এবং শ্রুতি হাসান শাহরুখের পোস্টে ভালোবাসার ইমোটিকন দিয়েছেন। একজন লিখেছেন, এটি আমার সর্বকালের প্রিয়। আমি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের চেয়ে কভি হা কভি না বেশি দেখেছি। অন্য একজন লিখেছেন, ‘সর্বকালের প্রিয় সুনীল।’

অন্যদিকে শাহরুখ খান তার সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা পাঠানের সাফল্যে মুগ্ধ। শাহরুখের পাশাপাশি এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত  সিনেমাটি বক্স অফিসে সব রেকর্ড ভেঙে চলেছে। এখনো অবধি  সিনেমাটি ভারতে হিন্দিতে ৫০৫.০৫ কোটি আয় করেছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে পঞ্চম সপ্তাহে শনিবারে পাঠানের আয় বহুগুণ বেড়ে গেছে। রোববার পাঠানের জন্য বেশ গুরুত্বপূর্ণ দিন। এখনো অবধি পঞ্চম সপ্তাহে শুক্রবার ১ কোটি, শনিবার ১.৯৫ কোটি আয় করেছে এই ছবি। পাঠানের মোট আয় ৫০৫.০৫ কোটি টাকা। এই বছরেই মুক্তি পাবে শাহরুখ খানের আরও দুই সিনেমা। দক্ষিণী পরিচালক অ্যাটলির ছবিতে তাকে দেখা যাবে অ্যাকশন মুডে। ছবির নাম জওয়ান। বছর শেষে মুক্তি পাবে রাজকুমার হিরানি পরিচালিত ছবি ডাঙ্কি। এই প্রথম রাজকুমার হিরানির ছবিতে দেখা যাবে অভিনেতাকে।