NYC Sightseeing Pass
Logo
logo

সরকারি সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:২২ পিএম

সরকারি সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা: সরকারি সফরে আগামী ২৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মো. নবীরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত জেলার মিঠামইন, করিমগঞ্জ ও সদর উপজেলা সফর করবেন তিনি। সোমবার দুপুর ২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে মোটরকেডযোগে রওনা দেবেন রাষ্ট্রপতি। সেখানে উপস্থিত হয়ে আড়াইটার দিকে বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলার উদ্দেশ্যে রওনা করবেন। সোয়া ৩টায় মিঠামইন হেলিপ্যাডে উপস্থিত ও গার্ড অব অনার শেষে মিঠামইনের কামালপুর নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিন সেখানে রাত যাপন করবেন।

৩ মার্চ বিকেল সোয়া ৪টায় সার্কিট হাউসে উপস্থিত থেকে গার্ড অব অনার শেষে হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করবেন। সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন। বিকেল সোয়া ৫টায় বঙ্গভবনে উপস্থিত থাকার কথা আছে রাষ্ট্রপতির।