NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

সুন্দরগঞ্জে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ কর্মশালা


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ১১:৪১ পিএম

সুন্দরগঞ্জে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

 

 

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 

 সুন্দরগঞ্জ উপজেলায় জন-অন্তর্ভুক্তিমূলক দূর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস, দায়িত্বশীল প্রতিষ্ঠান এবং দূর্যোগ প্রতিরোধে প্রস্তুতি জনগোষ্ঠী গঠনের মাধ্যমে সার্বজনীন সহিষ্ণুতা বৃদ্ধি করণে প্রদৃপ্ত প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে, কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

            উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফজলুল করিম, কৃষি অফিসার রাশিদুল করিম, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, রেজাউল আলম রেজা, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, প্রদৃপ্ত প্রকল্প ব্যবস্থাপক ফারুক হোসেন, কেয়ারের টেকনিক্যাল কো-অডিনেটর বায়োজিত বোস্তামী, এসকেএস প্রতিনিধি মুন্নি বেগম, মানিক চন্দ্র পাল, কেয়ারের প্রতিনিধি ফারহানা রাব্বি রুবান্তি প্রমুখ।

          কর্মশালার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে প্রদৃপ্ত প্রকল্পের প্রেক্ষাপট, যৌক্তিকতা, লক্ষ্য ,উদ্দেশ্য, মূল কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নের পূর্বের এবং পরে স্থানীয় আর্থ-সামাজিক পরিবর্তনের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। প্রকল্পটি সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ও বেলকা ইউনিয়নে কাজ করবে। প্রকল্পে ২২ হাজার ২৪৮ জন প্রত্যক্ষ উপকারভোগী ও অংশগ্রহনকারির তালিকা প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়েছে। ৩ বছর মেয়াদী প্রকল্পটির কার্যক্রম চলবে ২০২৪ সালের ১ ডিসেম্বার পর্যন্ত। কর্মশালায় ব্যাপক আলোচনা এবং নতুন কিছু কর্মকান্ড যোগ করার সুপারিশ করা হয়।