NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

গোল না খাওয়ার ইতিহাস গড়ল বার্সা


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৯ এএম

>
গোল না খাওয়ার ইতিহাস গড়ল বার্সা

চলতি মৌসুমে দুর্দান্ত সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ইতোমধ্যে তারা স্প্যানিশ লিগের শিরোপা জয় করেছে। টানা ম্যাচ জয়ের মাধ্যমে লা লিগায়ও তারা পেছনে ফেলেছে কার্লো আনচেলত্তির দলকে। একইসঙ্গে ওই লিগে টানা ১৭ ম্যাচে গোল না খাওয়ার পাশাপাশি বার্সা অনন্য এক রেকর্ডও গড়েছে।

লা লিগার ইতিহাসে মৌসুমের প্রথম ২২ ম্যাচে সবচেয়ে কম গোল খাওয়ার রেকর্ড এখন জাভি হার্নান্দেজের দলের। চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রতিপক্ষ দলগুলো মাত্র ৭ বার তাদের জালে বল জড়াতে পেরেছে। এর মাধ্যমে ২৯ বছর ধরে অক্ষুণ্ণ থাকা সর্বনিম্ন ৯ গোল খাওয়ার কীর্তি টপকে গেছে বার্সা। 

এর আগে এক মৌসুমের ২২ ম্যাচে সর্বনিম্ন ৯ গোল খাওয়ার রেকর্ড ছিল তিনটি দলের দখলে। ১৯৯৩–৯৪ সিজনে দেপোর্তিভো লা করুনা, ১৯৮৬–৮৭ সিজনে বার্সেলোনা এবং ২০১৭–২০১৮ সিজনে অ্যাতলেটিকো মাদ্রিদ এই কীর্তি গড়েছিল। রোববার রাত পর্যন্ত তাদের এই অর্জন রেকর্ডের খাতায় লেখা ছিল। কাদিজের বিপক্ষে টানা সপ্তম ম্যাচ জয় এবং গোলবার ক্লিনশিট রাখার মাধ্যমে তাদের ছাড়িয়ে গেছে বার্সা।

 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, রোববার রাতে কাদিজের বিপক্ষে ম্যাচের শেষ বাঁশি বাজার আগপর্যন্ত এক মৌসুমের ২২ ম্যাচে কোনো দলের সর্বনিম্ন ৯ গোল খাওয়ার কীর্তি ছিল, যা জাভি হার্নান্দেজের দল টপকে গেছে।

সংবাদমাধ্যম ‘ফুটবল এসপানা’ জানিয়েছে, ১৯৯৩–৯৪ মৌসুমে লা লিগায় প্রথম ২২ ম্যাচের মধ্যে ১৬ ম্যাচে ‘ক্লিনশিট’ ছিল দেপোর্তিভোর। সেই মৌসুমে টানা সর্বোচ্চ ২৬ ম্যাচে কোনো গোল হজম না করার রেকর্ডটি গড়েছিল দেপোর্তিভো। বার্সা গোলরক্ষক মার্ক–আন্দ্রে টের স্টেগান তার দলকে অন্য এক রেকর্ডের পথেও নিয়ে যাচ্ছেন। লা লিগার এক মৌসুমে সবচেয়ে কম গোল হজমের রেকর্ড দেপোর্তিভো লা করুনা (১৯৯৩–৯৪) ও অ্যাতলেটিকো মাদ্রিদের (২০১৫–১৬)। এ মৌসুমে বার্সার হাতে আছে আরও ১৬ ম্যাচ। এ পর্যন্ত মাত্র ৭ গোল হজম করায় রেকর্ডটি টের স্টেগানের নাগালের মধ্যেই আছে। 

লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ ‘ক্লিনশিট’ রাখার রেকর্ডটি অ্যাথলেটিক বিলবাও, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার পোস্ট সামলানো আন্দনি জুবিজারেতার। তিনি লা লিগায় ১৭ মৌসুম কাটিয়ে ৬২২ ম্যাচের মধ্যে ২৩৫ ম্যাচে ‘ক্লিন শিট’ রাখার রেকর্ড গড়েছেন।

এদিকে, জার্মান গোলরক্ষক স্টেগান স্প্যানিশ লা লিগায় এবারসহ ৯ মৌসুম খেলছেন। লা লিগায় সর্বোচ্চ বেশি ম্যাচ ‘ক্লিনশিট’ রাখার রেকর্ডে টের স্টেগান ১৩তম। ২৩৯ ম্যাচে এ পর্যন্ত তার ‘ক্লিনশিট’ ম্যাচ ১০৪টি।

টানা ১৮ ম্যাচে অপরাজিত বার্সা রিয়ালের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে টেবিলের শীর্ষে আছে। পরিসংখ্যান বলছে, ৮ পয়েন্ট কিংবা তার চেয়ে বেশি ব্যবধানে এগিয়ে থেকে লিগ শিরোপা কখনো অন্য দলের হাতে তুলে দেয়নি বার্সা। অতীতে ৮ পয়েন্ট ব্যবধানে বার্সা যতবার লিগ টেবিলে এগিয়ে ছিল, প্রতিবারই শিরোপা জিতেছে। কোচ হিসেবে জাভি হার্নান্দেজ তাহলে সত্যিই পথে ফিরিয়েছেন বার্সাকে।