NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

রাজ-অভিষেকের দিন কোহিনূরের মুকুট পরবেন না রানি ক্যামিলা


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০৪:৫১ এএম

>
রাজ-অভিষেকের দিন কোহিনূরের মুকুট পরবেন না রানি ক্যামিলা

যুক্তরাজ্যের রাজ-অভিষেকের দিন বিতর্কিত হীরা কোহিনূরের মুকুট পরবেন না রাজা চার্লসের স্ত্রী রানি ক্যামিলা। রাজপরিবারের সদর দপ্তর বাকিংহাম প্যালেস মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

২০২২ সালে ব্রিটেনের রানী ২য় এলিজাবেথের মৃত্যুর পর অনেকটা স্বয়ংক্রিয়ভাবেই রাজ সিংহাসনে বসেন তার বড় ছেলে চার্লস; সেই সঙ্গে দেশের রানি হন তার স্ত্রী ক্যামিলা। তবে এখনও রাজ-অভিষেক হয়নি তাদের। চলতি বছর ৬ মে এই অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা আছে।

১০৫ ক্যারেটের কোহিনূর বিশ্বের অন্যতম বৃহৎ হীরা। ঊনবিংশ শতাব্দিতে রানি ভিক্টোরিয়ার আমলে তৎকালীন অবিভক্ত ব্রিটিশ ভারত থেকে যুক্তরাজ্যে পাচার হয়ে যায় এই হীরা, ঠাঁই পায় রানির মুকুটে। তারপর থেকে ব্রিটেনে যারা রানি হয়েছেন, রাজ অভিষেকের সময় মাথায় কোহিনূরের মুকট পরা হয়ে উঠেছিল সাধারণ রীতি।

এদিকে, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর থেকেই যুক্তরাজ্যের সরকারের কাছে এই হীরা ফেরত চেয়ে আসছে ভারত। একই দাবি বিভিন্ন সময়ে জানিয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানও।

বাকিংহাম প্যালেসের মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়েছে, ৬ মে রাজ অভিষেকের দিন কুইন মেরি মুকুট পরবেন রানি ক্যামিলা। এই মুকুটটির শীর্ষে কালিনান ৩, ৪ এবং ৫— তিনটি হীরা রয়েছে।

ঠিক কী কারণে রানি অভিষেকের দিন কোহিনূরের মুকুট পরবেন না তা স্পষ্ট করেনি বাকিংহাম প্যালেস। বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, ‘রানি নিজের ইচ্ছেতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।’