NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

‘বিগ বস ১৬’ শিরোপা জিতলেন এমসি স্ট্যান


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪০ এএম

>
‘বিগ বস ১৬’ শিরোপা জিতলেন এমসি স্ট্যান

চার দেয়ালে সাড়ে চার মাস বন্দি। সেখানেই কতশত লড়াই, ঝগড়া, পরিকল্পনা শেষে এবারের বিগ বস শিরোপা উঠল এমসি স্ট্যানের হাতে। দ্বিতীয় স্থানে রইলেন শিব ঠাকরে এবং তৃতীয় স্থানে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী।

কালার্স টিভিতে সালমান খান সঞ্চালিত এই শো ভারতীয় সময় অনুযায়ী সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত দশটায় দেখা যেত। এছাড়া শনি এবং রবিবার রাত ৯.৩০ থেকে দেখা যেত।

১ অক্টোবর শুরু হয়েছিল এই শোয়ের ১৬ তম সিজন। সাড়ে চার মাসের লড়াইয়ের পর রবিবার (১২ ফেব্রুয়ারি) গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এদিন সঞ্চালনার দায়িত্বে সালমান ছাড়াও ভারতী সিং এবং কৃষ্ণা অভিষেক ছিলেন।

১৭ জন প্রতিযোগীকে নিয়ে এবারের বিগ বস সিজন ১৬ শুরু হয়েছিল। সকলকে পেছনে ফেলে গ্র্যান্ড ফিনালেতে সেরা ৫-এ পৌঁছান প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, শালিন ভানোত, শিব ঠাকরে, অর্চনা গৌতম এবং এমসি স্ট্যান। এই পাঁচ জনের মধ্যে প্রথমে বাদ হয়ে যান শালিন ভানোত। তবে তিনি একতা কাপুরের আগামী ধারাবাহিকে মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করার প্রস্তাব পান খোদ পরিচালকের তরফে। চতুর্থ স্থানে শেষ করেন অর্চনা গৌতম।

এবারের প্রতিযোগিতায় অর্চনা গৌতম-এমসি স্ট্যান, টিনা দত্ত-শালিন ভানোত, টিনা-সৃজিতার ঝামেলা সকলের নজর কেড়েছিল। শেষ পর্বে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয়ী হলেন এমসি স্ট্যান। জিতলেন ৩১ লাখ ৮০ হাজার টাকা (বাংলাদেশি মুদ্রায় যা ৪০ লাখ টাকারও বেশি)। যদিও প্রথমে ২১ লাখ ৮০ হাজারের কথা বলা হয় কিন্তু যেহেতু তিনি সঠিক আন্দাজ করেছিলেন যে প্রথম পর্বে শালিন আউট হবেন, সেহেতু তার প্রাইজ মানি ১০ লাখ বেড়ে ৩১ লাখ ৮০ হাজার হয়। পেলেন একটি গাড়িও। সঙ্গে একটি দুর্দান্ত ট্রফি। ঘোড়ার মধ্যে বিগ বসের চোখ।

শোয়ের শেষে একটা গান গেয়ে সকলের মন জিতে নেন স্ট্যান।