NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Logo
logo

হার্দিক-নাতাশার দ্বিতীয়বার বিয়ের তোড়জোড় শুরু


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫২ এএম

>
হার্দিক-নাতাশার দ্বিতীয়বার বিয়ের তোড়জোড় শুরু

গতবছরের নভেম্বর মাস থেকেই হার্দিক পাণ্ডিয়া ও সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচের দ্বিতীয়বার বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। ভারতের রাজস্থানের উদয়পুরের কোনো এক দুর্গে বিয়ের পিঁড়িতে বসবেন এই যুগল।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকেই শুরু হতে চলেছে তাদের বিয়ের অনুষ্ঠান।

প্রথমে গুজরাটি রীতিতে বিয়ে হবে হার্দিক ও নাতাশার। এরপর খ্রিষ্টান রীতিতে বিয়ে করবেন তারা। যদিও তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন অধিকাংশ ভক্ত। তবে আড়াই বছরের ছেলে অগস্ত্যকে নিয়ে সুখেই সংসার করছেন এই যুগল।

২০২০ সালের স্ত্রী নাতাশা গর্ভবতী হয়ে পড়ায় তড়িঘড়ি করে বিয়ে সেরেছিলেন তিনি। তবে শেরওয়ানি পরে, ঘোড়ায় চেপে বরযাত্রী নিয়ে বিয়েটা করা হয়নি। তাই এবার সেই আক্ষেপটাকে পুষিয়ে ফেলতে চান হার্দিক।

বাবা-মায়ের বিয়ের সাক্ষী হিসেবে থাকবে ছোট্ট অগস্ত্য। ছেলেকে নিয়েই সাতপাকে ঘোরার পরিকল্পনা করছেন হার্দিক। যা ক্রিকেট বিশ্বে একটি উদাহরণ হয়ে থাকবে।