NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

অভিনেত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি!


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫৭ এএম

>
অভিনেত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি!

সবেমাত্র ‘বালিঝড়’ ধারাবাহিকের কাজ হাতে নিয়েছেন। একটু স্বস্তি নিয়ে শুটিং করবেন, কিন্তু তা আর হচ্ছে না। নতুন করে অস্বস্তিতে পড়তে হলো কলকাতার অভিনেত্রী তৃণা সাহাকে। হোয়াটসঅ্যাপে তৃণার আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালেই সংবাদমাধ্যমের কাছে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণা সাহা। অভিনেত্রী জানান, এদিন সকালে তিনি একটা ফোন পান। যেখানে বলা হয়, এক ব্যক্তি তার নাম করে ১২ হাজার টাকার ওপর লোন নিয়েছে। এবং ইমার্জেন্সি নম্বর হিসেবে তার ফোন নম্বর দেওয়া হয়েছে। যে ব্যক্তির থেকে লোন নেওয়া হয়েছে, সে-ই তৃণাকে ফোন করে আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে।

ওই ব্যক্তি তৃণাকে হুমকি দেয় যে, ধার নেওয়া টাকা শোধ না করলে তার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে। এ প্রসঙ্গে তৃণার অভিযোগ, কীভাবে তার ব্যক্তিগত নম্বর এভাবে ছড়িয়েছে বা কে লোন নিয়েছে, কার কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে, কাউকেই চেনেন না তিনি। কোনোদিন নামও শোনেননি।

‘বালিঝড়’ অভিনেত্রী তৃণার কথায়, ‘আমি কখনোই চাই না, কারো আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ুক। তাই থানায় অভিযোগ দায়ের করব। আপাতত নম্বরটা ব্লক করেছি। আপনাদেরও বলব একটু সতর্ক থাকুন।’

প্রসঙ্গত, বর্তমানে ‘বালিঝড়’-এর শুটে ব্যস্ত তৃণা সাহা। যেখানে তার সঙ্গে দেখা যাবে স্নেহাশীষ রায় ও কৌশিক রায়কে। এদিকে, মাসখানেক ধরেই স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে। ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নীল-তৃণা। এবার ২ বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জন।