NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

ব্রঙ্কসে আল-ইনসাফ সুপার মার্কেটের উদ্বোধন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৫ পিএম

ব্রঙ্কসে আল-ইনসাফ সুপার মার্কেটের উদ্বোধন

ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েঝে গ্রোসারি স্টোরও। গ্রোসারির সংখ্যা বাড়ায় মানুষকে এখন আর আগের মতো জ্যাকসন হাইটস কিংবা অন্য কোনো এলাকায় যেতে হচ্ছে না। ব্রঙ্কস থেকেই বাজার করা সম্ভব হচ্ছে।
ব্রঙ্কসে আগেও বেশ কয়েকটি প্রতিষ্ঠান গ্রোসারি শপ করেছে। এবার ব্রঙ্কসের জেরিকায় যাত্রা শুরু হলো আল-ইনসাফ সুপার মার্কেটের। ২০ জানুয়ারি শুক্রবার বাদ জুমা ১৪-৩০ জেরিকা অ্যাভিনিউতে এই সুপার মার্কেটের উদ্বোধন করা হয়। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এর উদ্বোধন হয়। এই সুপার মার্কেটে সংসারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, কোকারিজসহ সবকিছু পাওয়া যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব ল’। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, মোহাম্মদ রহমতুল্লাহ, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা শেখ জামাল হোসেন, রেজা আব্দুল্লাহ, ফারুক আহমেদ, মোহাম্মদ কামাল হোসেনসহ কমিউনিটির বিভিন্ন নেতা।
সুপার মাকের্টের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী নূর হোসেন ফরহাদসহ তার নিকটজনরা সেখানে উপস্থিত ছিলেন। প্রথম দিনে কাস্টমারদের কাছ থেকে তারা বেশ ভালো সাড়া পেয়েছেন। সুপার মার্কেটটি চালু হওয়ার পর থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন।
আল ইনসাফ সুপারশপে মাছ, হালাল মাংসসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য রয়েছে। পাশাপাশি ফ্রোজেন ফুডসহ নানা ধরনের ফ্রেশ এবং গ্রোসারি পণ্য রয়েছে। ভবিষ্যতে আরো বিভিন্ন পণ্য পাওয়া যাবে বলে নূর হোসেন ফরহাদ জানান। তিনি বলেন, আমরা কাস্টমারদের বিষয়টি মাথায় রেখেই এটি চালু করেছি। আশা করছি, ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব ধরনের পণ্য সরবরাহ করতে পারব। আমি ম্যানহাটনের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। মূলত কমিউনিটির মানুষের জন্য কিছু করতে চাই, এই বিবেচনায় সুপারশপ করি। আমি ব্রঙ্কসে ১০ বছর ধরে আছি। এখানকার মানুষের কী কী প্রয়োজন, তা আমি জানি। সেই হিসেবে বিভিন্ন পরিকল্পনা করেছি। এতে বাংলাদেশি কমিউনিটির মানুষের সঙ্গে সম্পর্কও হবে।
তিনি বলেন, ব্রঙ্কসের বাংলাদেশি ছাড়াও বিভিন্ন কমিউনিটির মানুষ এখান থেকে বাজার করতে পারবেন। সুপারশপের অবস্থান সাবওয়ের পাশেই। এ কারণে ক্রেতারা সহজেই কেনাকাটা করতে পারবেন। এ ছাড়া আমরা গ্রাহকের সর্বোচ্চ সেবা নিশ্চিত করছি। এখন আমাদের সুপারশপে চলছে বিভিন্ন ধরনের পণ্যের ওপর বিশেষ সেল। এই সেল থাকাকালে ক্রেতারা তুলনামূলক কম দামে পণ্য কিনতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ এন মজুমদার বলেন, বাংলাদেশি তরুণ ব্যবসায়ীরা নিউইয়র্কে ব্যবসা-বাণিজ্যে নিজেদের সাফল্য অর্জনে চেষ্টা করছেন। ব্রঙ্কসে নতুন নতুন ব্যবসা উদ্বোধন শুরু করা ও পথচলা মানে আমাদের আরো এগিয়ে চলা। একটি ব্যবসার যাত্রা শুরু মানে নিউইয়র্ক সিটি, স্টেট ও ফেডারেল সরকারের ট্যাক্স পাওয়া। এ জন্য আমেরিকায় একজন ব্যবসায়ী এ দেশের সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি নূর হোসেন ফরহাদ এবং আল ইনসাফ সুপারশপের সাফল্য কামনা করেন।
নূর হোসেন ফরহাদ বলেন, আল ইনসাফ সুপার মার্কেটের গ্র্যান্ড ওপেনিং হয়েছে। এ উপলক্ষে সেরা মানের গ্রোসারি পণ্য, বিশেষ করে বাংলাদেশি নানা সামগ্রী ও হাউজহোল্ড পণ্য দিয়ে সাজানো হয়েছে। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে দেওয়া হয়েছে ১০ শতাংশ সেল অফার।
ফরহাদ আরো বলেন, বাংলাদেশি কমিউনিটির কথা মাথায় রেখে তাদের পছন্দের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী দিনেও তা করে যাব। এখানে হালাল মাংস, মাছ, তাজা শাকসবজি, ফলমূল, চাল, ডাল, মসলাসহ বিভিন্ন ধরনের গ্রোসারি সামগ্রী পাওয়া যাচ্ছে। হালাল মাংস একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। সেটি আমরা নিশ্চিত করছি ও সরবরাহ করতে পারছি।
নূর হোসেন ফরহাদের দেশের বাড়ি নোয়াখালী জেলায়। ২০১৪ সালে তিনি এ দেশে আসেন। এর পর থেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ম্যানহাটনের কনভিনিয়েন্ট স্টোর।