NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

প্রথা ভেঙে প্রস্তুতি ম্যাচ না খেলেই মাঠে নামবে অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০১:০৯ এএম

>
প্রথা ভেঙে প্রস্তুতি ম্যাচ না খেলেই মাঠে নামবে অস্ট্রেলিয়া

ভারতে বিদেশি দলগুলো টেস্ট খেলতে এলে সিরিজ শুরুর আগে সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলে। ভারতীয় উইকেটের সঙ্গে মানিয়ে নিতে সেটাকেই সবচেয়ে ভালো উপায় বলে মনে করা হতো।   

তবে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে ভারতে আসা প্যাট কামিন্সরা সেই প্রথা ভাঙলেন। কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই রোহিত শর্মাদের বিরুদ্ধে টেস্ট খেলবেন তারা।

তবে এর জন্য প্রস্তুতির কোনো কমতি থাকছে না। এর জন্য তারা সাহায্য নিচ্ছেন বিরাট কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্সের।

২০১২ সালে অ্যালিস্টার কুকের ইংল্যান্ড শেষ দল হিসাবে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। তারপর থেকে দেশের মাটিতে টেস্ট সিরিজে অপরাজিত ভারত। এবার বর্ডার-গাভাস্কার ট্রফি দেশে নিয়ে যেতে মরিয়া কামিন্সরা। তাই বিশেষভাবে তৈরি স্পিন সহায়ক উইকেটে প্রস্তুতি সারছেন তারা।  

বিশেষ এই উইকেট তৈরি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সের সঙ্গে যুক্ত নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির পরামর্শে। আরসিবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করিয়ে তিনিই বিশেষ স্পিন সহায়ক এই উইকেট তৈরি করিয়েছেন। 

৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। অনুশীলনের পাশাপাশি ভারতীয় বোলারদের বোলিংয়ের ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে।