NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগ - প্রেস সচিব সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে? ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই বলিউডের উন্নতির জন্য যেসব পরামর্শ দিলেন আমির খান গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী
Logo
logo

বিশ্বকাপ শ্যুটিংয়ে বাংলাদেশের কলির চমক


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৭:২৫ পিএম

>
বিশ্বকাপ শ্যুটিংয়ে বাংলাদেশের কলির চমক

ইন্দোনেশিয়ার জাকার্তায় চলছে বিশ্বকাপ শ্যুটিং। বিশ্বকাপ শ্যুটিংয়ে বাংলাদেশের কোনো পদক নেই। পদক তো দূরের কথা, পদক নির্ধারণী পর্যায় পর্যন্ত খেলতে পারেনি বাংলাদেশ। নারী শ্যুটার কামরুন নাহার কলি নতুন দিগন্তের সূচনা করেছেন। 

১০ মিটার এয়ার রাইফেল মহিলা ব্যক্তিগত ইভেন্টে কলি অষ্টম হয়েছেন। বিশ্বকাপ শ্যুটিংয়ে কলির এই পারফরম্যান্সকে ইতিহাস হিসেবে আখ্যায়িত করলেন সাবেক শ্যুটার শারমিন আক্তার রত্না, ‘আমরা কখনো বিশ্বকাপ শুটিংয়ে ফাইনাল রাউন্ডে খেলতে পারিনি। কলি সেটি করে দেখাল। আমরা শ্যুটিং অঙ্গন দারুণ গর্বিত।’
 
কলি ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশনে ষষ্ঠ হয়েছিলেন। ৬২৮.৪ স্কোর করেন এই শ্যুটার। পদকের জন্য ৮ জন শুটার ফাইনাল রাউন্ড খেলেন। সেই আটজনের মধ্যে কলি অষ্টম হয়েছেন। পদক থেকে স্কোর এবং পজিশন দূরত্ব থাকলেও ফাইনাল রাউন্ডে খেলাটা বাংলাদেশের জন্য বেশ গৌরবের। 

কলি গত অক্টোবরে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি ৬২৯ স্কোর করেছিলেন। যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ স্কোর। বিশ্ব চ্যাম্পিয়নশীপের স্কোর এবং বিশ্বকাপে ফাইনাল রাউন্ডে খেলায় কলির ইভেন্টে বিশ্ব সেরা দশ জনের মধ্যে থাকার সম্ভাবনা দেখছেন সাবেক শ্যুটার রত্না, ‘দারুণ ছন্দে রয়েছে কলি। খুব শীঘ্রই আন্তর্জাতিক শ্যুটিং ফেডারেশন র‍্যাংকিং প্রকাশ করবে। ১০ মিটার এয়ার রাইফেল ক্যাটাগরিতে কলি বিশ্বের সেরা দশের মধ্যে থাকার দাবিদার।’