NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ ৭ গোলের থ্রিলার, এমবাপের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে থানায় ভুক্তভোগীদের সঙ্গে ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে যুক্ত হলো নতুন বিধান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের ভূমিকায় ‘গর্বিত’ ট্রাম্প জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী
Logo
logo

ব্রিটিশ তারকার সঙ্গে শ্রাবন্তী, টলিউডে কিসের গুঞ্জন?


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৪ এএম

>
ব্রিটিশ তারকার সঙ্গে শ্রাবন্তী, টলিউডে কিসের গুঞ্জন?

টলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার জীবনের গল্পও খানিকটা সিনেমার মতোই। ঝড়ঝাপটা কম যায়নি। তবে তিনি সদা হাসিখুশি থাকেন। 

সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি। এর মধ্যে বুধবার (২৬ জানুয়ারি) তাকে দেখা গেল ব্রিটিশ তারকার সঙ্গে। তা হলে কি টলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডের পথে অভিনেত্রী?

বলিউড ছেড়ে হলিউডের পথে হেঁটেছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের মতো তারকারা। ধীরগতিতে হলেও সাফল্য পেয়েছেন তারা। অন্যদিকে, প্রিয়ঙ্কা এখন রীতিমতো আন্তর্জাতিক তারকা। বলিউড অভিনেত্রীর তকমা খাটে না তার নামের পাশে। তেমন কোনো পরিকল্পনা কি রয়েছে শ্রাবন্তীরও?

খানিক হেসে, শ্রাবন্তী বলেন, 'ইচ্ছে তো থাকেই, মনের মতো কাজের সুযোগ পেলে নিশ্চয়ই করতে পারি।’ পাশপাশি নায়িকা এ-ও স্পষ্ট করে বলেন ব্রিটিশ তারকা টম কুলস্টনের সঙ্গে কোনো ইংরেজি ছবিতে নয়, দেখা যাবে বাংলা ছবিতেই। সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’তে দেখা যাবে তাকে। সিরিয়াল কিলিংয়ের গল্পে ঘেরা ছবির চিত্রনাট্য। শ্রাবন্তী ছাড়াও এ ছবিতে রয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীর মতো তারকারা। পুরো শুটিংটাই হয়েছে লন্ডনে।