NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Logo
logo

ফেব্রুয়ারি থেকে আপিল বিভাগে ‘প্রবেশ পাস’ লাগবে


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:০৪ এএম

ফেব্রুয়ারি থেকে আপিল বিভাগে ‘প্রবেশ পাস’ লাগবে

ঢাকা: আগামী মাস থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ঢুকতে হলে বিচারপ্রার্থীদের পাস নিয়ে ঢুকতে হবে। শুধু তাই না, ‘প্রবেশ পাস’ ছাড়া কোনো বিচারপ্রার্থী আপিল বিভাগের এজলাস (বিচার কক্ষ) বা এজলাস সংলগ্ন স্থানে অবস্থানও করতে পারবেন না।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে বলে বুধবার আপিল বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে বিজ্ঞপ্তি দিয়েছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান। 

নিরাপত্তাব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশে পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশ করতে আগ্রহী বিচারপ্রার্থী সংযুক্ত ব্যবহারবিধি অনুসরণপূর্বক স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে প্রবেশের তারিখ ও মামলা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আপিল বিভাগের ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহ করতে পারবেন। উক্ত প্রবেশ পাস (ডিজিটাল অথবা প্রিন্ট কপি) ব্যবহার করে আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে প্রবেশ করতে পারবেন।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘নিরাপত্তার স্বার্থে আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোনো বিচারপ্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ব্যতীত প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে।’

এর আগে গত ১৬ জানুয়ারি দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনালের নিরাপত্তায় ১১ দফা নির্দেশনা দিয়েছিলেন প্রধান বিচারপতি। এসব নির্দেশনার মধ্যে আছে অধস্তন আদালতের সীমানাপ্রাচীর সুসংহত করা; আদালতের ভেতরে-বাইরে সিসি ক্যামেরা স্থাপন; প্রহরী দিয়ে সার্বক্ষণিক পাহারা ও বিচারিক কাজের সময় পর্যাপ্ত পুলিশ প্রহরা নিশ্চিত করা।