NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগ - প্রেস সচিব সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে? ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই বলিউডের উন্নতির জন্য যেসব পরামর্শ দিলেন আমির খান গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী
Logo
logo

‘দর্শকদের ট্রলে কষ্ট পায় আমার পরিবারও’


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ১০:১৯ এএম

>
‘দর্শকদের ট্রলে কষ্ট পায় আমার পরিবারও’

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সমালোচনার স্বীকার নাজমুল হোসেন শান্ত। ধারাবাহিক পারফর্ম করতে না পারায় বিভিন্ন সময় এই ওপেনারকে নিয়ে ট্রল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ভালো করার আভাস দিয়ে যাচ্ছেন শান্ত। ধারাবাহিকতা দেখা যাচ্ছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।

চলতি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন শান্ত। রয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানের তালিকায়ও। মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে খেলেছেন ৮৯ রানের ইনিংস। এরপর সংবাদ সম্মেলনে এসে তার ব্যাপারে হওয়া সমালোচনা নিয়ে কথা বললেন।

শান্ত বলেন, ‘আমি এটা বলছি না যে আমাকে নিয়ে সমালোচনা করা যাবে না। আমি খারাপ খেললে অবশ্যই সমালোচনা হবে। তবে আমি মনে করি আরেকটু শালীনভাবেও হতে পারত। যেটা আমার পরিবারের জন্য ভালো হতো।’ 

শান্ত যোগ করেন, ‘আমি যেটা বললাম, এটা আসলে আমি নিয়ন্ত্রণ করতে পারব না। অনেকে না জেনে, অনেকে না বুঝে হয়তো কথা বলে ফেলে। দলের পরিকল্পনা, আমার পরিকল্পনা কিংবা আমি কতটুকু হার্ড ওয়ার্ক করি সেটা হয়তো অনেকে জানে না। জানার প্রয়োজনও নেই। এটা নিয়ে আসলে যত বেশি কথা আমি বলব, কথা বলাই হবে। এটা যার যার চিন্তা ভাবনা। সবাই যদি বুঝে কথা বলে, জেনে কথা বলে তাহলে আমার মনে হয় ভালো।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখেন শান্তর পরিবার। সেই বিষয় নিয়ে এই ওপেনার বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়গুলো আমার জন্য যতটা কঠিন, আমার পরিবারের জন্য তার চেয়েও বেশি কঠিন। আমি যেভাবে বুঝি আমার পরিবারের সদস্যরা কিন্তু সেভাবে বোঝে না। তাদের দুঃখ হয়। তারাও কষ্ট পায়, খারাপ লাগে। এই জিনিসটার জন্য আমি মাঝে মাঝে হতাশ হয়েছি। আমারও খারাপ লেগেছে।’