NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগ - প্রেস সচিব সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে? ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই বলিউডের উন্নতির জন্য যেসব পরামর্শ দিলেন আমির খান গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী
Logo
logo

ঢাকাকে হারিয়ে টানা পঞ্চম জয় বরিশালের


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৭:৩৬ পিএম

>
ঢাকাকে হারিয়ে টানা পঞ্চম জয় বরিশালের

শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটরসকে ১৩ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল ফরচুন বরিশাল। নাসির হোসেন-মোহাম্মদ মিঠুনের লড়াইয়ের পরেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ঢাকা দল। এদিন ম্যাচের শেষ বল পর্যন্ত ব্যাট হাতে লড়াই চালিয়ে গিয়েছেন নাসির। এরপর ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ঢাকার এই অধিনায়ক।

নির্ধারিত ২০ ওভার শেষে ঢাকা ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬০ রান। 

বরিশালের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল ঢাকার দুই ওপেনার। তবে ১৬ রানে সৌম্য সরকার এবং উসমান ঘানি বিদায় নেন ৩০ রানে। এরপর দ্রুত মোহাম্মদ ইমরান ফিরলে চাপে পড়ে ঢাকা। তবে সে চাপকে জয় করে এগিয়ে যেতে থাকেন মিঠুন-নাসির জুটি। এই দুই ব্যাটার মিলে গড়েন ৮৯ রানের জুটি। 

শেষ দিকে মিঠুন ৪৭ রান করে বিদায় নিলেও অবিচল ছিলেন নাসির। ঢাকার এই অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৪ রান করে। বরিশালের হয়ে ১টি উইকেট সংগ্রহ করেন মোহাম্মদ ওয়াসিম, চাতুরাঙ্গা ডি সিলভা এবং করিম জানাত।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইফতেখার আহমেদের ৫৬, সাকিব আল হাসানের ৩০ এবং মাহমুদউল্লাহ রিয়াদের ৩৫ রানে ভর করে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল বরিশাল।