NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যু ইউক্রেনের সরকারের ‘মূলে আঘাত’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৩ পিএম

>
স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যু ইউক্রেনের সরকারের ‘মূলে আঘাত’

ইউক্রেনের রাজধানী কিয়েভের কিন্ডারগার্টেনের ভেতরে বুধবার কুয়াশাচ্ছন্ন সকালে শিশুরা যখন পড়াশোনায় মগ্ন ছিল, ঠিক সেই সময় রাষ্ট্রীয় জরুরিকাজে নিয়োজিত একটি উড়োজাহাজ হঠাৎ আছড়ে পড়ে সেখানে।

বিধ্বস্ত হওয়ার সাথে সাথে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় উড়োজাহাজের দরজার একটি প্যানেল ও রোটার পাশের একটি ভবনের ছাদে খুলে পড়ে। বিধ্বস্ত উড়োজাহাজের এই দু’টি অংশই কেবল শনাক্ত করা যায়। বাকি সবকিছুই প্রায় আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। 

উড়োজাহাজের দরজার প্যানেল আর রোটারের পাশে ফয়েল পেপারে ঢেকে রাখা হয়েছে সারি সারি লাশ। বুধবারের এই ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ ১৮ জন নিহত হয়েছেন।

 

বিবিসি বলছে, নিহতদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী দেনিসের ডেপুটি এবং আরও এক সরকারি কর্মকর্তা রয়েছেন। এছাড়া তিন শিশুও মারা গেছে।

উড়োজাহাজ বিধ্বস্তের স্থান ব্রোভারি থেকে বিবিসির প্রতিনিধি জেমস ওয়াটারহাউস বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী দেনিসকে প্রায়ই এ ধরনের ধ্বংসস্তুপের কাছে দেখতাম। শত্রুর গোলার আঘাত এড়াতে তিনি প্রায়ই উড়োজাহাজে করে কম উচ্চতায় ভ্রমণ করতেন। তার মৃত্যু কিয়েভ সরকারের ‘মূলে আঘাত’ করেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দুর্ঘটনাকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। তবে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজের বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।

রাশিয়ার সাথে যুদ্ধের এই সময়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অনেকে সন্দেহ এবং শত্রুপক্ষকে দায়ী করতে পারেন।