NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৫:১৭ এএম

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

আর্ন্তজাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তারও ঘোষণা দেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ২৬ ডিসেম্বর থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। লাখ লাখ মানুষ বন্যার কবলে পড়েছেন। এ পর্যন্ত কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাজার হাজার মানুষকে তাদের বাড়ি ছাড়তে বলা হয়েছে। বন্যা, বিদ্যুৎ বিভ্রাট, কাদা ধসে ক্যালিফোর্নিয়ায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছে।

বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়াতে সবাই এখন ফোনের দিকে তাকিয়ে আছে এটা শোনার অপেক্ষায় যে, তাদের বাড়ি ছাড়তে হবে কি না। আবার নিজ বাড়ি ছাড়তে হলে কোথায় যাওয়া নিরাপদ হবে তা নিয়েও ভাবনায় আছেন তারা।

 

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, তীব্র শীতকালীন ঝড়, বন্যা, ভূমিধস এবং কাদা ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় রাজ্য, উপজাতীয় এবং স্থানীয় প্রশাসনের পুনরুদ্ধারমূলক কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে বাইডেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহায়তার নির্দেশ দিয়েছেন। মার্সেড, স্যাক্রামেন্টো এবং সান্তা ক্রুজ কাউন্টিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাবেন।

সূত্র : রয়টার্স