NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

এবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন নোভাক জকোভিচ


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪৪ এএম

এবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন নোভাক জকোভিচ

স্পোর্টস ডেস্ক: করোনা টিকা না নেওয়ার কারণে ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। তাকে সেবার বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছিল। সে নিয়ে তর্ক-বিতর্ক বেশ ভালোই হয়।

ফলে ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি এই টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নের। তবে এই বছরের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার অনুমতি পেয়েছেন জোকোভিচ। নিজেদের নিয়ম শিথিল করায় অস্ট্রেলিয়াতে ঢুকতে পেরেছেন তিনি। আর তাকে নায়কের মতোই স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার জনগণ। 

এক বছর আগে জোকোভিচের সঙ্গে ঘটেছিলো একটি অনাকাঙ্খিত ঘটনা। অস্ট্রেলিয়ার নিয়মানুযায়ী, কোভিডের টিকা না নিয়ে থাকায়, জোকোভিচকে অস্ট্রেলিয়ার বর্ডারের একটি ইমিগ্রেশন হোটেলে থাকতে হয়। অস্ট্রেলিয়ায় আসার কিছুদিন আগেই জোকোভিচ কোভিড থেকে সেরে উঠেছিলেন, আর স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে তিনি টিকা নেননি। 

 

সেটিই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। শেষ পর্যন্ত দশদিন আইনি লড়াই চালিয়েও অস্ট্রেলিয়াতে ঢোকার অনুমতি মেলেনি জোকোভিচের। উল্টো ২০২৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়াতে ঢোকায় নিষেধাজ্ঞা নেমে আসে তার উপর। ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনেও আর অংশ নিতে পারেননি। 

কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে অস্ট্রেলিয়ায় ঢোকার অনুমতি দিয়েছে সে দেশের সরকার। বর্তমানে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকার ফলেই, টিকা না নিয়েও অস্ট্রেলিয়ার প্রবেশ করতে পেরেছেন জোকোভিচ।

এবার নিজের দশম অস্ট্রেলিয়ান ওপেন এবং ক্যারিয়ারের ২২ তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন এই সার্বিয়ান তারকা। জিতলে রাফায়েল নাদালের সর্বোচ্চ বাইশ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন এই কিংবদন্তি।