NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

নিউইয়র্কে প্রবাসীদের মাতালেন কণ্ঠশিল্পী ত্রিনিয়া হাসান


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৩ এএম

নিউইয়র্কে প্রবাসীদের মাতালেন কণ্ঠশিল্পী ত্রিনিয়া হাসান

নিউইয়র্ক: নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে উত্তর আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী ত্রিনিয়া হাসানের একক সঙ্গীতানুষ্ঠান। ২৪ ডিসেম্বর শনিবার উডসাইডের কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানে প্রবাসীদের ব্যাপক সাড়া পেয়েছে বিনোদন সংস্থা শো টাইম মিউজিক। কনকনে ঠাণ্ডা আর বছরের প্রথম হিমাঙ্কের নিচে তাপমাত্রা উপেক্ষা করে নিউইয়র্কের শত শত দর্শকশ্রোতা উপভোগ করেন নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী ত্রিনিয়া হাসানের মনমাতানো গান।

বিনোদন সংস্থা শো টাইম মিউজিক স্বত্বাধিকারী আলমগীর খান আলমের প্রাণবন্ত উপস্থাপনায় রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে ত্রিনিয়া হাসানের মনোমুগ্ধকর পরিবেশনা। নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষকরা সপরিবারের উপস্থিত হয়ে সঙ্গীতসন্ধ্যা উপভোগ করেন। ত্রিনিয়া হাসান প্রায় ২৩টি গান গেয়ে শোনান। প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাসুদ রহমান, লিমন চৌধুরী, সাইদুজ্জামান রীড, কামরুজ্জামান বকুল ও শাহ মাহবুবের সাথে দ্বৈতকণ্ঠের গানগুলো খুবই চমৎকার ছিল।
অনুষ্ঠান শেষে আগত অতিথি এবং দর্শকদের সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন প্রবাসের দুই জনপ্রিয় উপস্থাপিকা সাদিয়া খন্দকার এবং শারমিনা সিরাজ সোনিয়া। শো টাইম মিউজিকের এবারের টাইটেল স্পন্সর ছিলেন নুরুল আজিম (ইস্টার্ন ইনভেস্টমেন্ট), গ্র্যান্ড স্পন্সর শাহীন চৌধুরী, ফাহাদ সোলায়মান (ফাউমা ইনোভেটিভ ইঙ্ক) এবং ডা. চৌধুরী হাসান। এছাড়া প্রিমিমাম সুপার মার্কেট ও রেস্তোরাঁর বাবু খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবিব, মনিকা রায় চৌধুরী, আবদুর রশিদ বাবু, রেদওয়ান হক, ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ, এমএস গ্লোবালের তারেক হাসান খান, প্যাসিফিক গ্রুপের এমডি খালেক, সারওয়ার প্রেমেল অব ফ্রেশ ফুড, দিলিপ অব ডিপ্লোমাট ফ্যাশন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট কাজী শাখাওয়াত হোসেন আজম ও মাকসুদুল হক চৌধুরীসহ পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানিয়েছেন শো টাইম মিউজিকের আলমগীর খান আলম। ত্রিনিয়া হাসান বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন। তাদের পরিবারের প্রায় সবাই গান গেয়ে থাকেন এবং গানের প্রতি তাদের রয়েছে অনুরাগ। ত্রিনিয়ার সঙ্গীতের হাতেখড়ি তার বাবা জিয়াউল হাসানের কাছ থেকে। জিয়াউল হাসান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের একজন সঙ্গীত পরিচালক। ত্রিনিয়া বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল বিজনেস নিয়ে পড়াশোনা করছেন। বাংলদেশে অবস্থানকালে প্রায় ১২ বছর বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে (বাংলালিংক, আর-প্যাক বাংলাদেশ) কাজ করেছেন ত্রিনিয়া। বর্তমানে তিনি নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বড় গার্মেন্ট এক্সেসরিজ/ব্র্যান্ডে প্রোডাকশন ও প্যাকেজিং সমাধান কোম্পানি আর-প্যাক ইন্টারন্যাশনালে প্রোডাক্ট ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন।