NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

ইংল্যান্ড সিরিজেই থাকছে টাইগারদের নতুন কোচ


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৮:৫০ এএম

>
ইংল্যান্ড সিরিজেই থাকছে টাইগারদের নতুন কোচ

পদত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশ দলে শেষ হয়েছে রাসেল ডমিঙ্গো অধ্যায়। গতকাল বুধবারই এই তথ্য নিশ্চিতভাবে জানা গিয়েছিল। এর আগে মঙ্গলবার রাতে বিসিবিকে মেইল করে চাকরি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছিলেন ডমিঙ্গো। অবশ্য এফটিপির ২০২৩ সালে ব্যস্ত সূচিতে ঠাসা বাংলাদেশ দলের খেলা। মার্চেই ইংল্যান্ডের সাথে হোম সিরিজ, আর এই সিরিজের আগেই টাইগারদদের প্রধান কোচ ঠিক হয়ে যাবে বলে জানালেন জালাল ইউনুস।

গতকাল বুধবার বিসিবির ক্রিকেট অপারেশান্সের এই চেয়ারম্যান আশ্বস্ত করেছেন যেসব কোচদের সঙ্গে আলাপ আলোচনা চলছে তাদের মধ্যেই হয়ত কেউ দায়িত্ব নেবে। তবে এখনই নাম উল্লেখ করতে নারাজ বিসিবির ক্রিকেট অপরাশেন্সের এই প্রধান কর্তা।

জালাল ইউনুস বলেন, 'অবশ্যই দেখতে পাবেন। ইংল্যান্ডের আগে আমাদের এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো দায়িত্ব নেবে। এখন ফাইনাল না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। আগে ফাইনাল হোক, তারপর ডিসক্লোজ করবো। হয়তো দুজন কোচকে দেখা যাবে।'

এছাড়া ডমিঙ্গোর পদত্যাগ নিয়ে জালাল ইউনুস জানান, 'পদত্যাগ করেছে, এটা ঠিক আছে। গতকাল রাতে আমাদের সিইওকে একটা চিঠি দিয়েছে পদত্যাগের। এখানে কোনো কারণ দেখায়নি, সে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে, বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এর জন্য। বাংলাদেশ দলকে উইশ করেছে যেন ভবিষ্যতে ভালো ক্রিকেট খেলতে পারে। চুক্তি অনুযায়ীই তার সঙ্গে সব ক্লোজ করা হবে।'