NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসিরা


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৪৬ এএম

>
অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসিরা

৩৬ বছর পর বিশ্বকাপ জিতে নায়কের বেশে দেশে ফিরেছেন লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসি-মারিয়াদের এমন অর্জনে উন্মাদনার শেষ নেই পুরো দেশে। বিমানবন্দরে পা রাখার পর থকেই রাজকীয়ভাবে বরণ করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল দলকে। তবে এতো আয়োজনের মধ্যেও দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিল মেসিরা।

মঙ্গলবার ভোরে বুয়েনস আইরেসের ইজিজা বিমানবন্দরে অবতরণ করে বিশ্ব চ্যাম্পিয়নদের বহনকারী বিমান।  আধা ঘণ্টা পর খেলোয়াড়রা নামতে শুরু করেন লিওনেল মেসিকে সামনে নিয়ে। বিমানবন্দরে অবতরণের পর সেখানেই ছোটখাটো অভ্যর্থনা দেওয়া মেসিদের। এরপর মূল আয়োজন। ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে করে মেসিদের নিয়ে যাওয়া শহরের রাস্তায়। সেখানে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন লিওনেল মেসির দল।

কিন্তু শহরের রাস্তায় বাস চলাচলের সময় একবার বিপদের মুখে পড়েছিলেন মেসিরা। মেসি, ডি মারিয়া, ডি পলসহ কয়েকজন বসেছিলেন বাসের শেষ প্রান্তের উঁচু জায়গাটায়। সেখান থেকে বৈদ্যুতিক সংযোগের তারগুলো খুব কাছে। কোনো কারণে বৈদ্যুতিক সংযোগের তারের সঙ্গে মেসিরা ধাক্কা খেলে ছিটকে বাস থেকে ছিটকে যেতে পারতেন। তবে উন্মাদনায় কী আর সেসব খেয়াল থাকে!

কিন্তু ঘটল সেটাই। বাস চলার সময় একবার বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা খাওয়ার উপক্রম হয় মেসিদের। ভক্তদের ভালোবাসার জবাব দিতে তখন ব্যস্ত মেসি-মারিয়ারা। তারটা যে তাদের ফেলে দিতে পারে খেয়াল করেননি কেউই। শেষমেষ খেয়াল করলেন ডি পল। শেষ মুহূর্তে তার সাবধানতায় বেঁচে যান বাকি সবাই। কোনো কারণে ওই তারের সঙ্গে তাদের ধাক্কা লাগলে মুহূর্তেই বাস থেকে ছিটকে যেতে পারতেন তারা।

কাতারের লুসাইল স্টেডিয়ামে গেল রোববার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে। সেখানেও ১-১ গোলের সমতা তৈরী হওয়ায় পরবর্তীতে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জিতে ৩৬ বছরের আক্ষেপ ঘোচায় মেসি-মার্টিনেজরা।