NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

বিয়ের বর-কনের গায়েও ফ্রান্স-আর্জেন্টিনার জার্সি


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ১২:২৯ পিএম

>
বিয়ের বর-কনের গায়েও ফ্রান্স-আর্জেন্টিনার জার্সি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় এক দম্পতি ফ্রান্স ও আর্জেন্টিনার জার্সি গায়ে বিয়ে করেছেন। রোববার বিশ্বকাপ ফুটবল ২০২২ আসলের ফাইনাল ম্যাচের দিন বিয়ে করেছেন এই দম্পতি।

ভারতের পশ্চিমবঙ্গ ও কেরালা— এ দুই রাজ্যে ফুটবল খুবই জনপ্রিয় খেলা। রোববার কেরালার অধিকাংশ বাড়িতে আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের পতাকা উড়েছে। নিজের প্রিয় দলের জার্সি পরে বাড়ির বাইরে বের হয়েছেন অনেকে। বিভিন্ন সড়কে বড় স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ উপভোগ করেছেন হাজার হাজার ফুটবলভক্ত।

কিন্তু আর্জেন্টিনা ফুটবল দলের ব্যাপক ভক্ত শচীন আর ফ্রান্স ফুটবল দলের ‘ডাইহার্টেড ফ্যান’ আর আথিরা গতকাল তাদের বন্ধুবান্ধবদের সঙ্গে ফুটবল ম্যাচ উপভোগ করতে পারেননি। কারণ ওই দিনই তাদের বিয়ে ছিল।

শচীন এবং আথিরার বন্ধুবান্ধব সূত্রে জানা গেছে, বিয়ের আগে দু’জন বিভিন্ন বিষয়ে বোঝাপড়ায় যেতে সম্মত হলেও নিজেদের ফুটবল দল সমর্থনের ব্যাপারে কোনো আপসে যেতে চাননি। পরস্পরের এই ব্যাপারটি তারা মেনেও নিয়েছেন।

কাতারের লুসাইল স্টেডিয়ামে রোববার যখন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শুরু হয়, তার কয়েক ঘণ্টা আগে কোচি শহরে বিবাহবন্ধনে আবদ্ধ হন আথিরা এবং শচীন। বিয়ের সমস্ত সাজপোষাক ও অলঙ্কার পরে তার ওপর নিজেদের সমর্থন করা ফুটবল দলের জার্সি চাপিয়েছিলেন তারা।

দুজনই আবার পরেছিলেন ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি ও ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ১০ নম্বর জার্সি গায়ে জাতীয় দলের হয়ে খেলায় নামেন।

কেরালার দৈনিক মালায়ালা মনোরমার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দ্রুত বিয়ের আনুষ্ঠানিকতা, অতিথিদের অভ্যর্থনা ও ভোজ শেষে কোচি থেকে ২০৬ কিলোমিটার দূরে থিরুভানান্থাপুরাম শহরের উদ্দেশে রীতিমতো ছুট লাগান এই দম্পতি। শচীনের বাড়ি সেই শহরে এবং বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার জন্যই এই তাড়াহুড়ো ছিল তাদের।

গতকাল এক টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে বিজয়ী হয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ অর্জন করেছে আর্জেন্টিনা ফুটবল দল। টাইব্রেকার পর্যায়ে ফ্রান্স ফুটবল দলকে ৪-২ গোলে হারিয়েছে তারা।