NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফের্নান্দেজ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৮ এএম

>
বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফের্নান্দেজ

বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ। প্রতিপক্ষের জালে বলা জড়ানো, গোলে সাহায্য ও প্রতিপক্ষের বল আটকে দিয়ে স্ক্যালোনির আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।

অথচ বিশ্বকাপের শুরুতে হয়তো তার নামও জানতো না অনেকে। 

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমে ফের্নান্দেজ করেছিলেন অসাধারণ এক গোল। এরপর টুর্নামেন্টজুড়ে মাঝ মাঠ বেশ ভালোভাবেই সামলেছেন। তার অসাধারণ নৈপুণ্য আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইংলিশ ফুটবলার জুড বেলিংহাম, ফরাসি ফুটবলার অরিয়েন টেকোমেনি এবং সতীর্থ জুলিয়ান অ্যালভেরেজকে পেছনে ফেলে কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের এ খেতাব জেতেন ফের্নান্দেজ।