NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুক্তরাজ্যে বিস্ফোরণে নিহত ১, নিখোঁজ ১২


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ১২:৪০ পিএম

যুক্তরাজ্যে বিস্ফোরণে নিহত ১, নিখোঁজ ১২

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের জার্সি দ্বীপের রাজধানী সেন্ট হেলিয়ারে একট আবাসিক এলাকায় শনিবার ‘বিধ্বংসী’ বিস্ফোরণের পর একজন নিহত এবং আরো কয়েকজন নিখোঁজ হয়েছে। দ্বীপের পুলিশ এ তথ্য জানিয়েছে।

আগুন ইতিমধ্যে নিভিয়ে ফেলা হলেও জরুরি পরিষেবাগুলো এখনো সেখানে কাজ করছে বলে জানা গেছে। সেখানে সারিবদ্ধ অ্যাম্বুল্যান্স থাকার কথা জানিয়েছে পুলিশ।

 

 

জার্সির পুলিশপ্রধান রবিন স্মিথ জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে বিস্ফোরণের আগে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। সেখানকার বাসিন্দারা গ্যাসের গন্ধ পাচ্ছে বলে খবর দিয়েছিল। বিস্ফোরণে একটি তিনতলা ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বলে জানান তিনি।

স্মিথ আরো জানান, পাশের একটি ভবনেও ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসকে ওই জায়গার আরেকটি ব্লক নিরাপদ করতে হবে। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এ বিস্ফোরণে প্রায় ১২ জন নিখোঁজ রয়েছে। এ সংখ্যা ওঠানামা করতে পারে বলেও জানান তিনি।

দুর্ঘটনায় একজন মারা গেছে এবং অন্য দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জার্সির মুখ্যমন্ত্রী ক্রিস্টিনা মুর এই মৃত্যুর জন্য শোক প্রকাশ করে বলেছেন, বিস্ফোরণে বাস্তুচ্যুত বাসিন্দাদের থাকার জায়গা খোঁজা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া ছবিতে ভোরের আগে সেন্ট হেলিয়ারে আগুনের ওপরে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে।

সূত্র : এএফপি