NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১৩, ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সমন্বিত অর্থনৈতিক কৌশল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েই ফেললেন কোহলি যমজ সন্তানের মা হলেন আম্বার হার্ড প্রথম সিভিল সার্জন সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা তুরস্ক যে কারণে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে জেলেনস্কিকে অবিলম্বে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন ট্রাম্প কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ
Logo
logo

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে চীন সহায়তা করবে, বিশ্বাস মোমেনের


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:০৬ এএম

>
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনে চীন সহায়তা করবে, বিশ্বাস মোমেনের

এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সাময়িকভাবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবর্তনের বিষয়ে চীন সহায়তা অব্যাহত রাখবে বলে বিশ্বাস পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের।

বুধবার (৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আসেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় রাষ্ট্রদূতকে উদ্দেশ করে এমন প্রত্যাশার কথা জানান মন্ত্রী।  

ড. মোমেন চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূতের অবদানের প্রশংসা করেন। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফরের কথা স্মরণ করেন।

মোমেন কোভিড-১৯ মহামারির সময়ে চীন সরকার ও রাষ্ট্রদূতের সহায়তার প্রশংসা করেন। তিনি বিশেষ করে, বাংলাদেশকে দেশটির উপহার দেওয়া ৫০ মিলিয়ন ডোজ টিকা এবং বাণিজ্যিকভাবে ৭৭ মিলিয়ন ডোজ টিকা সরবরাহের জন্য বিশেষ ধন্যবাদ জানান। এছাড়া মহামারির সংকট সময়েও বাংলাদেশে চীনের সহায়তায় চলমান মেগা প্রকল্পের অগ্রগতির জন্যও ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী-রাষ্ট্রদূত এসডিজি, জলবায়ু পরিবর্তন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক ইস্যুতে আলোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী 'এক চীন নীতি'-তে ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত করেন।