খবর প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৩২ এএম
আর্ন্তজাতিক ডেস্ক: কথিত অর্থ কেলেঙ্কারির জেরে পদত্যাগ করবেন না বলে জোরের সঙ্গে ঘোষণা করলেও পার্লামেন্টে অভিশংসনের মুখোমুখি হতে পারেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। মঙ্গলবার পার্লামেন্টে ভোটের মাধ্যমে অভিশংসন উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে নিজের এক খামার থেকে পাঁচ লাখ ডলারের বেশি নগদ অর্থ চুরির ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে রামাফোসার বিরুদ্ধে। সেখানে এত বড় অঙ্কের নগদ অর্থ থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ পাওয়া গেছে, চোরদের অপহরণ করিয়ে প্রেসিডেন্ট ঘুষ দিয়ে তাদের মুখ বন্ধের চেষ্টা করেন। তবে কোনো অনিয়মের কথা অস্বীকার করে রামাফোসা দাবি করেছেন, মহিষ বিক্রি থেকে পাওয়া বিশাল অঙ্কের অর্থ ওই খামারে রাখা হয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত রামাফোসার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি পুলিশ।
গত সপ্তাহে এক সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ধামাচাপা দিয়ে সম্ভবত দেশের আইন ভেঙেছেন রামাফোসা।
রামাফোসার ভাগ্য নির্ধারণে সোমবার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতারা বৈঠক করেন। দলের মধ্যে বিভাজন সত্ত্বেও একটি বড় অংশ প্রেসিডেন্টকে সমর্থন দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : এএফপি