NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ সমস্যায় পড়বে: ফিনিশ প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:২১ এএম

যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ সমস্যায় পড়বে: ফিনিশ প্রধানমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা ও কৌশলের সার্বিক দুর্বলতা দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ন্যাটো সদস্য হতে আগ্রহী দেশটির নেতা অস্ট্রেলিয়া সফরকালে আরো বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষাতেও ইইউর দুর্বলতা প্রকাশ পেয়েছে।

শুক্রবার সিডনিতে এক গবেষণা প্রতিষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সানা মারিন বলেন, ‘নিষ্ঠুর শোনালেও আমি সত্যি বলছি। ইউরোপ এখনো যথেষ্ট শক্তিশালী নয়।

 

যুক্তরাষ্ট্র ছাড়া আমরা সমস্যায় পড়বো। ’

 

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যুদ্ধে জয়ের জন্য ইউক্রেনকে ‘যা কিছু প্রয়োজন’ দিতে হবে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র কিয়েভকে অস্ত্র, অর্থ ও মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। সানা মারিন আরো বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যেন ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে পারি। বিভিন্ন পরিস্থিতে যেন মানিয়ে নিতে পারি। ’

দীর্ঘদিন নিরপেক্ষ অবস্থানে থাকলেও ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে ফিনল্যান্ড ও সুইডেন পশ্চিমা নেতৃত্বের সামরিক জোট ন্যাটোর সদস্যপদ চাইছে। সানা মারিন রাশিয়া বিষয়ে ইইউর সাম্প্রতিক নীতিরও সমালোচনা করেন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক রক্ষায় জোর দেওয়া হয়েছিল। সূত্র: বিবিসি