NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

স্পেনের প্রধানমন্ত্রী ও ইউক্রেন দূতাবাসে চিঠি বোমা শনাক্ত


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪০ এএম

স্পেনের প্রধানমন্ত্রী ও ইউক্রেন দূতাবাসে চিঠি বোমা শনাক্ত

আর্ন্তজাতিক ডেস্ক: স্পেনের প্রধানমন্ত্রী এবং রাজধানী মাদ্রিদে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতসহ উচ্চপদস্থ ব্যক্তিদের টার্গেট করে পাঠানো পাঁচটি চিঠি বোমা শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার পঞ্চম চিঠি বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে। বিস্ফোরক ডিভাইসের হুমকি মোকাবেলায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

স্পেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রাথমিক ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, চিঠি বোমার পাঁচটি প্যাকেজই স্পেনের মধ্য থেকেই পাঠানো হয়েছে।

 

 

স্পেনের নিরাপত্তা বিষয়ক জুনিয়র মন্ত্রী রাফায়েল পেরেজ বলেছেন, বাড়িতে তৈরি ডিভাইসগুলো দাহ্য পাউডার এবং ট্রিপওয়্যারসহ বাদামী প্যাকেজে করে পাঠানো হয়েছিল। এগুলো বিস্ফোরণ ঘটানোর জন্য নয়; ‘আকস্মিক আগুন’ ধরিয়ে দিতে পারে।

যেসব প্রতিষ্ঠানে চিঠি বোমাগুলো পাঠানো হয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানদের সম্বোধন করা হয়েছিল চিঠিতে।

রাফায়েল পেরেজ বলেছেন, একটি ডিভাইসের বিস্ফোরণ ঘটেছে এবং এতে মাদ্রিদে ইউক্রেনীয় দূতাবাসের একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। অন্য তিনটি ডিভাইসের বিস্ফোরণ নিয়ন্ত্রিতভাবে ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী এবং অপরটি তদন্তের জন্য অক্ষত রাখা হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- চিঠি বোমাগুলো দেশের ভেতর থেকেই পাঠানো হয়েছে। তবে আমরা গভীর প্রযুক্তিগত প্রতিবেদন এখনো পাইনি। আপাতত চোখে দেখে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে আমরা এমন ধারণা করছি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশকে সরকারি ভবনগুলোর চারপাশে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিশেষ করে ডাকযোগে আসা সবকিছু সাবধানে পরীক্ষা করতে বলা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ডিভাইসগুলো বাড়িতে তৈরি হলেও সেগুলো যে কেউ তৈরি করতে পারার মতো নয়। তদন্তকারীরা এখন এগুলোর প্রকৃত উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন। স্পেনের সন্ত্রাসবাদ বিষয়ে বিশেষায়িত হাইকোর্ট বিষয়টির তদন্ত শুরু করেছে।
সূত্র: বিবিসি।