খবর প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪৮ পিএম
কুঁচকির চোটে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। অভিজ্ঞ এ ওপেনারের অনুপস্থিতিতে রোহিত-কোহলিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ সিরিজে অধিনায়কত্ব করবেন ওপেনার লিটন কুমার দাস।
টাইগারদের হয়ে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকা লিটন এবারই সর্বপ্রথম নেতৃত্ব দেবেন। তবে এর আগে ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ২৮ বছর বয়সী এ ক্রিকেটার। বৃহস্পতিবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে লিটনের অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি।