NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা অভ্যুত্থানের ৯ মাস পরও বড় পরিবর্তন সহজ হচ্ছে না এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ স্বাগত জানাতে মেলোনিকে দেখে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী দুই ঘণ্টাতেই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা, মেলেনি সমাধান
Logo
logo

বিশ্বে করোনায় মৃত্যু সোয়া ৬৬ লাখ, যুক্তরাষ্ট্রেই ১১ লক্ষাধিক


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৪:৩২ এএম

বিশ্বে করোনায় মৃত্যু সোয়া ৬৬ লাখ, যুক্তরাষ্ট্রেই ১১ লক্ষাধিক

আর্ন্তজাতিক ডেস্ক: সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬৪ কোটি ২৮ লাখ ৮১ হাজার ৮৩২ জন এবং মারা গেছে ৬৬ লাখ ২৫ হাজার ৫০৩ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৬২ কোটি ২০ লাথ ৯৩ হাজার ৩৪৫ জন। এখনো আক্রান্ত রয়েছে এক কোটি ৪১ লাখ ৬২ হাজার ৯৮৪ জন।  

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ।

 

 

বর্তমানে আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৩৬ হাজার ৯৯ জন এবং পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এক কোটি ৪১ লাখ ২৬ হাজার ৮৮৫ জনের।

সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১০ কোটি এক লাখ ৬২ হাজার ৫১৯ জন। তার মধ্যে মারা গেছে ১১ লাখ দুই হাজার ৫০৫ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ভারত, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ইতালি, ব্রিটেন, জাপান, রাশিয়া ও তুরস্ক।
সূত্র: ওয়ার্ল্ডোমিটার।