NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিশ্বকাপের সেরা খেলোয়াড় কারান


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৮ পিএম

>
বিশ্বকাপের সেরা খেলোয়াড় কারান

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে টুর্নামেন্ট সেরা হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান। আসর জুড়ে বল হাতে দাপট দেখানো ইংলিশ অলরাউন্ডার উইকেট নিয়েছেন ১৩টি। ফাইনালেও আজ বোলিং করেছেন বেশ, ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।  তাতে জিতেছেন ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরষ্কারও।

তবে পুরষ্কার নিতে গিয়ে তরুণ এ ক্রিকেটার বলেন, , 'যেভাবে স্টোকস খেলেছে আজ, আমি মনে করি না এটা আমার পাওয়া উচিত। এই বিশ্বকাপ জয় বিশেষ একটা উপলক্ষ, আমরা এই জয় উদযাপন করব। বাউন্ডারি বড় ছিল, তাই পেসারদের জন্য বিশেষ সুবিধা ছিল।'

কারান যোগ করেন, 'অবিশ্বাস্য ব্যাপার। আমরা সবাই তার (স্টোকসের) দিকে তাকিয়ে ছিলাম। মানুষ স্টোকসকে নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু সে এসবের উর্ধ্বে। আমি টুর্নামেন্টে এসে শুরু থেকেই মানিয়ে নিতে চেয়েছিলাম। এর আগে আমি তেমন ডেথ বোলিং করিনি। তবে ব্যাট হাতেও ভালো হয়তে হবে আমাকে।'