NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটার


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৩, ০৬:৫০ এএম

১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটার

আর্ন্তজাতিক ডেস্ক: ফেসবুকের মূল কম্পানি মেটা আজ ঘোষণা করেছে, হতাশাজনক উপার্জন এবং রাজস্ব হ্রাসের পর খরচ কমানোর জন্য ১১ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আজ বুধবার এক ব্লগ পোস্টে এ ঘোষণা দেন। সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের মালিকানাধীন টুইটার এবং মাইক্রোসফটসহ অন্যান্য বড় প্রযুক্তি সংস্থাগুলোতেও ব্যাপক ছাঁটাই করা হয়েছে।

জাকারবার্গ তার পোস্টে বলেন, ‘আজ আমি মেটার ইতিহাসে আমাদের করা সবচেয়ে কঠিন পরিবর্তনগুলোর কিছু শেয়ার করছি।

 

আমি আমাদের দলের আকার প্রায় ১৩ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ১১ হাজারেরও বেশি প্রতিভাবান কর্মীকে চলে যেতে হবে। ’

 

জাকারবার্গ আরো বলেছেন, ‘বিবেচনামূলক খরচ এবং প্রথম ত্রৈমাসিকে নতুন নিয়োগ কমিয়ে আমরা একটি কম খরচের এবং আরো দক্ষ কম্পানি হওয়ার জন্য অনেকগুলো অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছি। ’

সংস্থাটি জানিয়েছে, ছাঁটাইয়ের কারণে কর্মীরা তাদের প্রতিবছরের চাকরির জন্য অতিরিক্ত দুই সপ্তাহসহ ১৬ সপ্তাহের মূল বেতন পাবেন। সেই সঙ্গে তাদের ছয় মাসের জন্য স্বাস্থ্যসেবার খরচ দেওয়া হবে।

২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম এত বড় ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। জাকারবার্গ পুঁজিতে আরো দক্ষ হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং বলেছেন, তার কম্পানি ‘উচ্চ অগ্রাধিকার বৃদ্ধির ক্ষেত্রগুলোতে’ স্থানান্তরিত হবে, যেমন মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কার ইঞ্জিন, বিজ্ঞাপন এবং ব্যাবসায়িক প্ল্যাটফর্মের পাশাপাশি মেটাভার্স প্রকল্প।

এদিকে গত সপ্তাহে টুইটারেও কর্মী ছাঁটাই করা হয়েছে। কম্পানিটি তার কর্মসংস্থানের প্রায় ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে। এ সময় অনেক কর্মী হঠাৎ করেই জানতে পারেন যে তারা চাকরি হারিয়েছেন। মাস্ক বলেছিলেন, সামাজিক নেটওয়ার্কে ক্ষতি রোধ করার জন্য পদক্ষেপগুলো প্রয়োজনীয় ছিল। অবশ্য পরে তিনি চাকরিচ্যুত কয়েকজন কর্মীকে কাজে ফিরে যেতে বলেছেন। সূত্র : এনডিটিভি