NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর দ্বারপ্রান্তে বাইডেন


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ১০:০৫ পিএম

>
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর দ্বারপ্রান্তে বাইডেন

যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর দ্বারপ্রান্তে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে বাইডেনের ডেমোক্র্যাটসরা পিছিয়ে আছেন।

অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরা সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিক দিয়ে অনেক এগিয়ে আছেন।

প্রতিনিধি পরিষদে অবশ্য রিপাবলিকানদের একচ্ছত্র আধিপত্য দেখা গেলেও কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটস-রিপাবলিকানদের মধ্যে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই।

মঙ্গলবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ৪৩৫টি আসনের মধ্যে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে। বাংলাদেশ সময় দুপুর ২টায় সংবাদমাধ্যম সিএনএনে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানরা ১৯৫টি আসনে জয় পেয়েছেন। অপরদিকে জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি ১৭৪টি আসনে জয় পেয়েছে।

সর্বশেষ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি ২২২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছিল ২১৪টি আসন। এখন দুই বছর বাদেই সংসদের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারালে নতুন আইনপ্রণয়ণসহ যে কোনো বিল উত্থাপন এবং সেটি অনুমোদন করিয়ে নিয়ে আসতে বেগ পেতে হবে প্রেসিডেন্ট বাইডেনকে।  

অপরদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হচ্ছে তুমুল লড়াই। বাংলাদেশ সময় দুপুর ২টায় সিএনএনে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে সিনেটের ১০০টি আসনের মধ্যে সমান ৪৮টি করে আসন পেয়েছে ডেমোক্র্যাটস এবং রিপাবলিকানরা। বাকি চারটি আসনের ফলাফল ঘোষিত হওয়ার অপেক্ষায় আছে।