NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

মিশিগানে ভায়োলেটসের বর্ষপূর্তিতে নারী উদ্যোক্তাদের মিলনমেলা


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ১১:১৭ এএম

>
মিশিগানে ভায়োলেটসের বর্ষপূর্তিতে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

মিশিগানে প্রবাসী নারী উদ্যোক্তাদের বৃহৎ সংগঠন ভায়োলেটসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের মিলনমেলা হয়েছে। স্থানীয় সময় রোববার (৩০ অক্টোবর) ওয়ারেন সিটির আড্ডা মিউজিক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে মিশিগানের পাশাপাশি নিউইয়র্ক, টেক্সাস ও নিউজার্সির অনেক নারী উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে মিশিগানের প্রবাসী নারী ব্লগার ও ইউটিবাররাও নাচে-গানে আনন্দে মাতোয়ারা হন।

দুপুরের দিকে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন ভায়োলেটসের প্রতিষ্ঠাতা শারমিন তানিম। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন নিলুফা আক্তার নিতু, ইলিরা হুসাইন, ফারিন ফারিয়া। নাচ পরিবেশন করেন মহুয়া দাস সরকার, এঞ্জেলা খন্দকার, নিবেদীতা শেমি, সুচিতা মৌ, জিসা, ত্রিশা, সুরভীসহ আরও অনেকে।

পারমিতা সিথী ও আফরিন মাহদীর প্রাণবন্ত সঞ্চালনায় এই আনন্দ আয়োজনের নাচ, গান, খোশগল্প আর হৈহুল্লোড় করে খানিকটা ক্লান্ত হলেও সবাই ঘরে ফিরেছেন ভালো লাগা নিয়েই।

dhakapost

আমেরিকার মাটিতে বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক, সংস্কৃতি ও ঘরের তৈরি খাবার প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে নারী উদ্যোক্তাদের এই সংগঠন। শিক্ষিত বাংলাদেশি নারীরা নিজের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছেন। তাদের এই সৃজনশীল কার্যক্রম যেমন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে তেমনি বাংলাদেশি কমিউনিটিতেও তারা ব্যাপক প্রশংসিত হচ্ছেন।

টেক্সাস থেকে ভায়োলেটসের আনন্দ আয়োজনে এসেছেন রুপারুর কর্ণধার নাফসিয়া মতিন মিলি। তিনি বলেন, ছোটবেলায় দেখতাম আমাদের মা-খালারা শাড়ি-গহনা পড়ে সামাজিক অনুষ্ঠানে যেতেন। সেই থেকে আমারও ভালো লাগে। বিদেশে থাকলেও নিজের সংস্কৃতির ও ঐতিহ্যের পোশাকের চাহিদা পূরণে এই ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়ি।

চিত্রপটের কর্ণধার প্রজ্ঞা পারমিতা ও রাহাত সুলতানা জানান, আমরা দুজনেই পেশায় ইঞ্জিনিয়ার। আমরা সাংসারিক কাজ সামলিয়েই নিজেদের ভালো লাগা থেকেই অনলাইনে দেশীয় পোশাকের ব্যবসা করছি। বিশেষ করে দেশের তাঁতশিল্প একটা সময় মৃত অবস্থায় ছিল। দেশপ্রেম ও নিজেদের দায়িত্ববোধ থেকে দেশীয় কাপড় আমদানি করছি এবং তাঁত শিল্পের জন্য কিছুটা হলেও সহযোগিতা করতে পারছি। এজন্য আমরা আনন্দিত।

ভায়োলেটসের প্রতিষ্ঠাতা শারমিন তানিম বলেন, মিশিগানের প্রবাসী নারীরা মাতৃভূমিতে উৎপাদিত পণ্য আমদানি করে ব্যবসা করছেন। নারীদের উৎসাহ-উদ্দীপনা দিয়ে থাকে ভায়োলেটস। মূলত তাদের ফোকাস করার জন্যই গঠন করা হয়েছে ভায়োলেটস। নারীরা পেছনে থাকব কেন? আমরাও সমান তালে এগিয়ে যেতে চাই।