NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

রুট-পোপের শতকে জবাব দিচ্ছে ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫৯ পিএম

>
রুট-পোপের শতকে জবাব দিচ্ছে ইংল্যান্ড

রেন্ট ব্রিজের ব্যাটিং স্বর্গে প্রথম দেড় দিন ব্যাট হাতে উৎসব করেছিল নিউজিল্যান্ড। ডারিল মিচেল আর টম ব্লানডেলের শতকে প্রথম ইনিংসে ৫৫৩ রানের পাহাড় গড়েছিল তারা। এবার জো রুট আর ওলি পোপের জোড়া শতকে কিউইদের মোক্ষম জবাব দিচ্ছে ইংল্যান্ড।

রুটের টানা দ্বিতীয় শতক এবং পোপের আড়াই বছর পরে তিন অঙ্ক ছোঁয়ার দিনে গত ১১ বছরে টেস্টের একদিনে সর্বোচ্চ ৩৮৩ রান স্কোরবোর্ডে তুলেছে ইংল্যান্ড। সবশেষ ২০১১ সালে এই ট্রেন্টব্রিজেই ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৪১৭ রান করেছিল তারা।

১ উইকেটে ৯০ রান নিয়ে নটিংহ্যাম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামে ইংল্যান্ড। অ্যালেক্স লিস এবং ওলি পোপ দ্বিতীয় উইকেটে আগের দিনের ৮৪ রানের জুটিকে বাড়িয়ে এদিন ১৪১ রান পর্যন্ত নিয়ে যান। ব্যক্তিগত ৬৭ রানে ম্যাট হেনরির শিকার হয়ে লিস ফিরলে ভাঙে সেই জুটি। তবে সঙ্গী হারিয়ে দমে যাননি পোপ, রুটের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছেন ১৮৭ রানের বিশাল জুটি।

এরই মধ্যে ৩৩ ইনিংস পর টেস্টে নিজের দ্বিতীয় শতকের দেখা পেয়েছেন পোপ। দারুণ ছন্দে থাকা রুটও সমানতালে ব্যাটিং করেছেন, লর্ডস টেস্টের পর নটিংহ্যাম টেস্টেও তুলে নিয়েছেন শতক। ইনিংসের ৮৩ .১ ওভারে ট্রেন্ট বোল্টের বলে ফিরে যাওয়ার আগে পোপ দলের সংগ্রহে যোগ করেছেন ১৪৫ রান।

পোপ ফেরার পর বেশিক্ষণ টেকেননি জনি বেয়ারস্টো, বোল্টের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন মাত্র ৮ রান করে। এরপর কিছুক্ষণ ক্রিজে রুটকে সঙ্গ দিলেও ব্যক্তিগত ফিফটি থেকে চার রান দূরে থাকা অবস্থায় ব্রেসওয়েলের বলে উইকেট খুইয়েছেন বেন স্টোকস। ইংল্যান্ড অধিনায়কের ৩৩ বলে ৪৬ রানের ইনিংসটি সাদা পোশাকে টি-টোয়েন্টির উত্তাপ ছড়িয়েছে।

শেষবেলায় রুট আর বেন ফোকস দেখেশুনে খেলায় আর কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। ২০০ বলে ১৬৩ রান নিয়ে রুট এবং ৭০ বলে ২৪ রান নিয়ে ফোকস চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে ৮০ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৪৭৩ রান।