NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

টুইটার কেনার পর যা বললেন ইলন মাস্ক


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৯ পিএম

টুইটার কেনার পর যা বললেন ইলন মাস্ক

আর্ন্তজাতিক ডেস্ক: টুইটারের নতুন মালিক হওয়ার পর ধনকুবের ইলন মাস্ক এক টুইট বার্তায় লিখেছেন, ‘পাখি এখন মুক্ত। ’ টুইটারের লোগোতে নীল রঙের যে পাখিটির ছবি রয়েছে, তার দিকে ইলন মাস্ক ইঙ্গিত করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হচ্ছে।

দীর্ঘ টালবাহানার পর গতকাল বৃহস্পতিবার টুইটার অধিগ্রহণ করেছেন ইলন মাস্ক। তার পরেই সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) নেড সিগালকে বরখাস্ত করেছেন তিনি।

 

 

 

এ পরিস্থিতি ইলন মাস্ক-এর ‘দ্য বার্ড ই‌জ ফ্রিড’, অর্থাৎ, ‘পাখি এখন মুক্ত’ টুইট-বার্তা আলাদা তাৎপর্য পেয়েছে। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইলন মাস্ক এক বিবৃতিতে জানান, তিনি টুইটার অধিগ্রহণ করছেন। 'মানবতার স্বার্থেই' তার এই পদক্ষেপ বলে বার্তা দেন ইলন মাস্ক।   

এ নিয়ে এক টুইট বার্তায় ইলন মাস্ক লিখেছেন, কেন আমি টুইটার অধিগ্রহণ করলাম সে ব্যাপারে সবাইকে জানাতে চাই। আরো অর্থ উপার্জনের জন্য এটি কিনিনি। মানবতার জন্য কিনেছি। মানবতার ভবিষ্যৎ এমন হওয়া উচিত, যেখানে সবার স্বাধীন মতামত প্রকাশের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে। সুস্থ পরিবেশে বিতর্ক হবে।

ইলন মাস্ক এটাও বলেছেন, বর্তমানে বিপজ্জনক পরিস্থিতি রয়েছে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম কট্টর ডানপন্থী ও কট্টর বামপন্থীদের কয়েকটি গোষ্ঠীতে ভাগ হতে চলেছে। যা সমাজে ঘৃণা ও বিভাজন বাড়াবে।

অতীতে টুইটারকে ব্যবহার করে বহুবার অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। কারো সম্পর্কে অশালীন মন্তব্য করে টুইটারে সরব হতেও দেখা গেছে নেটিজেনদের। এসব নিয়ে আলোচনার মধ্যেই ‘পাখি মুক্ত’ হওয়ার যে বার্তা দিলেন ইলন, তা আলাদা মাত্রা পেয়েছে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে চার হাজার ৪০০ কোটি ডলার ব্যয়ে টুইটার কেনার কথা ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। তবে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে টুইটার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি করে সেই চুক্তি থেকে সরে এসেছিলেন মাস্ক। আইনি লড়াইয়ের পর শেষ পর্যন্ত মাস্ক টুইটার কিনলেন।