NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

টরন্টোয় টহলে বাড়াছে পুলিশের সংখ্যা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২৫ এএম

টরন্টোয় টহলে বাড়াছে পুলিশের সংখ্যা

আর্ন্তজাতিক ডেস্ক: টরন্টোনিয়ানরা শিগগিরই আরও বেশি পুলিশ সদস্যকে তাদের আশপাশে টহল দিতে দেখবেন। স্থানীয় সময় শনিবার সকালে অন্তর্বর্তী পুলিশ প্রধান জেমস র‍্যামার এবং মেয়র জন টরি নেইবারহুড কমিউনিটি অফিসার প্রোগ্রাম (এনসিওপি) সম্প্রসারণ সম্পর্কে আরও বিশদ বর্ণনা করবেন।

অপরাধ ও বিভিন্ন সমস্যা সমাধান ও বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ২০১৩ সালে এই প্রোগ্রাম চালু হয়েছিল। কমিউনিটি অফিসাররা বর্তমানে ১৬টি পুলিশ বিভাগে কাজ করছেন। তারা যেকোনো সমস্যায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারেন এবং বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন। এই দলের সদস্যরা স্কুল পরিদর্শন করে, স্থানীয় অনুষ্ঠানে যোগ দেয় এবং এলাকার ব্যবসার মালিকদের সাথে দেখা করে।

এই সর্বশেষ সম্প্রসারণের মাধ্যমে টরন্টো পুলিশের এনসিওপি এখন টরন্টোর ১৫৮টি চিহ্নিত আবাসিক এলাকার মধ্যে ৫১টিতে সেবা দেবে। নতুন সংযোজিত আশেপাশের এলাকা যারা এসব অফিসারদের দেখতে পাবেন তাদের মধ্যে রয়েছে রকক্লিফ-স্মিথ (১২ বিভাগ), সাউথ পার্কডেল (১৪বিভাগ), নিউ টরন্টো (২২ বিভাগ), এলমস-ওল্ড রেক্সডেল (২৩ বিভাগ), ইয়র্ক ইউনিভার্সিটি হাইটস (৩১ বিভাগ), ক্ল্যান্টন পার্ক এবং এঙ্গেলমাউন্ট-লরেন্স ৩২ বিভাগ), ডরসেট পার্ক (৪১ বিভাগ), এগ্লিনটন ইস্ট এবং গল্ফডেল-সিডারব্রে-ওবার্ন (৪৩বিভাগ), হারবারফ্রন্ট-সিটি প্লেস (৫৩ বিভাগ), এবং ড্যানফোর্থ এবং টেলর-ম্যাসি (৫৫ বিভাগ)। বিভাগ অনুসারে আশেপাশের কমিউনিটি অফিসারদের একটি সম্পূর্ণ তালিকা TPS ওয়েব সাইটে পাওয়া যাবে।