NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

ঋষি সুনাকের ব্যাপারে যা বললেন মার্কিন প্রেসিডেন্ট


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২৭ এএম

ঋষি সুনাকের ব্যাপারে যা বললেন মার্কিন প্রেসিডেন্ট

আর্ন্তজাতিক ডেস্ক:  যুক্তরাজ্যে প্রথম ব্রিটিশ এশিয়ান প্রধানমন্ত্রী হতে যাওয়া ঋষি সুনাকের ব্যাপারে নিজের মত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, 'এটা গুরুত্বপূর্ণ' এবং 'বেশ চমকপ্রদ'।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জো বাইডেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া ঋষির ব্যাপারে মন্তব্যটি করেছেন।  

প্রসঙ্গত, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত।

 

কমলাকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার চালানোর সময় তার (কমলার) ভারতীয় বংশোদ্ভূত হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছিলেন বাইডেন। সেই কমলা হ্যারিসও দীপাবলিতে বেশ আনন্দ করেছেন।

 

ঋষি সুনাক একজন হিন্দু ধর্মাবলম্বী। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে তাকে নিযুক্ত করার পর আজ মঙ্গলবারই দায়িত্ব গ্রহণ করবেন ঋষি সুনাক।

প্রধানমন্ত্রী হিসেবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশের আগে রাজা চার্লসের সঙ্গে দেখা করতে বাকিংহাম প্যালেসে যাচ্ছেন ঋষি।

বিবিসি জানিয়েছে, সাত সপ্তাহের মধ্যে তৃতীয় প্রধানমন্ত্রীর দেখা পেল ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ১১টা ৩৫ মিনিটে ডাউনিং স্ট্রিটের বাইরে ঋষি সুনাক প্রথম ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস আজ স্থানীয় সময় সকাল ৯টায় মন্ত্রিসভার বৈঠকে শেষবার সভাপতিত্ব করার কথা। এরপর সোয়া ১০টায় রাজার কাছে তার আনুষ্ঠানিক পদত্যাগ জমা দেওয়ার শিডিউল রয়েছে।

ব্রিটেনের ইতিহাসে তিনি ২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
সূত্র : বিবিসি।