NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

শেহনাজের পার্টিতে বিশেষ অতিথি সালমান


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৫, ০৬:৩৯ পিএম

>
শেহনাজের পার্টিতে বিশেষ অতিথি সালমান

শেহনাজ গিল ও সালমান খানের মধ্যকার রসায়ন বরাবরই আলাদা। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ঘর থেকেই ভাইজানের নেক নজরে আছেন এই সুন্দরী নায়িকা। সালমান প্রযোজিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শেহনাজ।

শেহনাজ পার্টি করছেন আর সেখানে সালমান থাকবেন না, তা কি হয়? শোনা যাচ্ছে, শুক্রবার (২১ অক্টোবর) নিজের বাসভবনে বিশাল পার্টির আয়োজন করছেন অভিনেত্রী। সূত্রের খবর, সেই দিওয়ালি পার্টিতে প্রচুর তারকা নিমন্ত্রিত হয়েছেন। বিশেষ অতিথি নাকি সালমান খান! নতুন বাড়িতে ভাইজানের পায়ের ধুলো পড়বে, সেই ভেবেই দিন গুনছেন শেহনাজ।

শেহনাজের নিমন্ত্রণে সালমান সাড়া দেবেন কি না? কারণ, বলিউড সুপারস্টার ইদানীং কাজ নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘সালমন শেহনাজকে খুব পছন্দ করেন। অভিনেত্রী যে ইতোমধ্যেই বলিউডে সবার সঙ্গে ভাব করে ফেলেছেন, এতে সালমান খুব খুশি। শেহনাজের নিমন্ত্রণ অবশ্যই রাখবেন সালমান। কয়েক মিনিটের জন্য হলেও তার নতুন বাড়ির পার্টিতে একবার ঘুরে যাবেন।’

উল্লেখ্য, ২০২১ সালের শেষ দিকে প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ শুক্লার হঠাৎ মৃত্যুতে বেসামাল হয়ে পড়েছিলেন শেহনাজ। সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ান। মানসিক যন্ত্রণা পেরিয়ে তিনি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন বলে মনে করেন অনেকে।