NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

লেভান্ডভস্কির ৬০০, ভিয়ারিয়ালকে উড়িয়ে জয়ে ফিরল বার্সা


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৫:৫৭ পিএম

>
লেভান্ডভস্কির ৬০০, ভিয়ারিয়ালকে উড়িয়ে জয়ে ফিরল বার্সা

মৌসুম শুরুর অপরাজিত যাত্রাটা গেল ম্যাচে শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের কাছে হেরে। বার্সেলোনা অবশ্য এর এক ম্যাচ পরই ফিরল জয়ে। রবার্ট লেভান্ডভস্কি করেছেন জোড়া গোল, ৬০০তম ক্যারিয়ার গোলের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন তিনি। তাতেই বার্সেলোনা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ভিয়ারিয়ালকে।

নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনার সব গোলই এসেছে প্রথমার্ধে। ৩১ মিনিটে জর্দি আলবার বাড়ানো ক্রস বক্সে পেয়ে যান তিনি। এরপর একটু ঘুরে দাঁড়ান, তাতে গোলমুখে ভিয়ারিয়ালের রক্ষণটাও খানিকটা নড়বড়ে হয়ে যায়, প্রায় ফাঁকা পোস্টে শট নিয়ে এরপর গোলটা করেন লেভা। এই গোলেই পোলিশ এই স্ট্রাইকার ৬০০ গোল পূরণ করেন। বর্তমান প্রজন্মের ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া যে কীর্তি নেই আর কারো!

এর দুই মিনিট পর বার্সা স্ট্রাইকার পেয়ে যান দ্বিতীয় গোলটিও। গাভির কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকেই তিনি দারুণ এক শট করেন, যা ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলিকে এড়িয়ে গিয়ে জড়ায় জালে।  

৩৮ মিনিটে আনসু ফাতি যোগ দেন লেভার সঙ্গে। ফেররান তরেসের পাস থেকে তার করা শট প্রথমে গোলপোস্টে প্রতিহত হলেও ফিরতি চেষ্টায় তিনি তা জড়ায় জালে। বার্সেলোনা এরপর সুযোগ পেলেও আর কাজে লাগাতে পারেনি। তবে জয় পেতেও সমস্যা হয়নি দলটির।

এই ম্যাচে জোড়া গোল দিয়ে বার্সার জার্সি গায়ে লেভার গোলসংখ্যা দাঁড়াল ১৪ ম্যাচে ১৬টি। এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে ৩৭৫ ম্যাচে ৩৪৪ গোল, ও বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ১৮৬ ম্যাচে ১০৩ গোল করেছেন। জার্মানিতে পা রাখার আগে জনিচ প্রিশকোভের হয়ে ২১ গোল, ৪১ গোল করেছেন আরেক পোলিশ দল লেচ পোজনানের হয়ে। এছাড়াও পোল্যান্ডের হয়ে তিনি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ৭৬ গোল।