NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

বড় হারে শেষ বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫৯ পিএম

>
বড় হারে শেষ বাংলাদেশের

ছুটির দিনেও কমলাপুর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শক। এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ইয়েমেনের বিপক্ষে ০-৪ গোলে হেরেছে। 

ইয়েমেন ই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলবে। ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রানারআপ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ১০ গ্রুপের মধ্যে সেরা ৬ রানারআপ হয়ে চূড়ান্ত পর্ব খেলা অনেকটা কঠিনই হয়ে পড়ল। 

বাংলাদেশ প্রথমার্ধেই তিন গোল হজম করে। যদিও ম্যাচের শুরুটা ছিল স্বাগতিকের অনুকূলে। প্রথম ২০ মিনিটে বাংলাদেশ লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করে। ভাগ্যও সহায় ছিল না বাংলাদেশের। একটি সংঘবদ্ধ আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে। 

ইয়েমেন শুরুর দিকে বেশ চাপেই ছিল। সেই চাপ মুক্ত করে বাংলাদেশই৷ মিডফিল্ড থেকে বাড়ানো এক লম্বা বল বক্সে নিয়ন্ত্রণ নেন ইয়েমেনের ফরোয়ার্ড। এক পাক ঘুরে বল বক্স থেকে বেরিয়ে যাওয়ার সময় বাংলাদেশের ডিফেন্ডার চন্দন রায় ফাউল করেন। উজবেক রেফারি পেনাল্টির বাঁশি বাজান৷ আনোয়ার হোসেন গোল করে ইয়েমেনকে এগিয়ে নেন। 

৩৬ মিনিটে বাংলাদেশ পিছিয়ে পড়ে দ্বিতীয় দফায়। মোহাম্মদ ওয়াহিব নোমান বক্সের মধ্যে দূরপাল্লার শটে গোল করেন৷ বাংলাদেশের গোলরক্ষক সোহানুর রহমান দর্শক হয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না৷ 

২ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ গোলের চেষ্টা করেছে। এক সংঘবদ্ধ আক্রমণে বক্সের মধ্যে ইয়েমেনের ডিফেন্ডারের হাতে বল লাগে। বাংলাদেশের ফুটবলাররা পেনাল্টির আবেদন করলেও রেফারি নাকচ করে দেন। 

প্রথমার্ধের শেষ মিনিটে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন ইসাম আব্দুল তায়েফ। মিডফিল্ড দারুণ এক বোঝাপড়ায় বাংলাদেশের বক্সে প্রবেশ করেন ইসাম৷ আগুয়ান গোলরক্ষক বলের নাগাল পাওয়ার আগেই ইসাম বল জালে পাঠান। 

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করেছে। বিশেষ করে বাংলাদেশ গোল দিয়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে। ৬৭ মিনিটে বক্সের সামনে বল পেয়েও বাংলাদেশ গোল করতে পারেনি। ৭৪ মিনিটে কর্নার থেকে আরেকটি গোলের সুযোগ মিস করে বাংলাদেশ।

বাংলাদেশ গোল মিস করলেও ইয়েমেন করেনি। ৭৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি ফুটবলার মোহাম্মদ আমির।