NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

শারজায় প্রবাসী উৎসব শুরু ১৪ অক্টোবর


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:০৩ এএম

শারজায় প্রবাসী উৎসব শুরু ১৪ অক্টোবর

বৈধপথে রেমিট্যান্স বাড়ানোর উদ্দেশ্যে প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিত করতে সংযুক্ত আরব আমিরাতে তিন দিনব্যাপী রেমিট্যান্স ফেস্টিভ্যালের ঘোষণা দিয়েছে আইডিয়া গ্যালারি। উৎসবটি আগামী ১৪, ১৫ ও ১৬ অক্টোবর শারজা এক্সপো সেন্টারে পঞ্চমবারের মতো ‘প্রবাসী উৎসব’ নামে অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আয়োজকরা জানিয়েছেন, মেলায় সরকারের মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যানসহ বাংলাদেশ ব্যাংকের অন্তত ২০ জন উচ্চপদস্থ কর্মকর্তা যোগ দেবেন।

মেলায় প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবেশাধিকার উন্মুক্ত রাখার পাশাপাশি আকর্ষণ বাড়াতে মেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহিলা সমিতির পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজন যোগ করা হয়েছে।

 

মেলার অন্যতম আয়োজক জর্জ খান জানান, এবারের মেলায় বৈধ পথে রেমিট্যান্স বাংলাদেশকে কীভাবে লাভবান করছে—এ বিষয়ের ওপর প্রচারণামূলক কার্যক্রম রাখা হচ্ছে। এ ব্যাপারে আলাদা আলোচনা হবে। মেলায় প্রতিবার সিআইপি ও সেরা রেমিটার হিসেবে প্রবাসীরা সম্মাননা পান। এবার সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক, আমিরাতের সাতটি প্রদেশে থাকা এক্সচেঞ্জ হাউসের মধ্যে সেরা ব্রাঞ্চ ও এক্সচেঞ্জ হাউসকে সম্মাননার তালিকায় নিয়ে আসা হচ্ছে।

জর্জ খান বলেন, ‘সরকারের ২ দশমিক ৫ শতাংশ রেমিট্যান্স প্রণোদনার বাইরেও আমরা একটি লয়ালিটি প্রোগ্রাম চালুর ব্যাপারে কাজ শুরু করেছি। শিগগিরই এটি প্রবাসীদের হাতে পৌঁছে দিতে চাই। প্রবাসীরা অ্যাপ বা কার্ড ব্যবহারের মাধ্যমে নির্ধারিত এক্সেচেঞ্জ হাউস থেকে টাকা পাঠালে পয়েন্ট যোগ হবে। পরবর্তীতে ওই পয়েন্ট দ্বারা তারা সুবিধা নিতে পারবেন।’

আয়োজক সদস্য মামুনুর রশীদ জানান, অক্টোবরের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের কুয়াকাটায় পাঁচতারকা হোটেলের মালিকানা শেয়ার জেতার সুযোগ দিচ্ছে মেলার রেমিট্যান্স পার্টনার আল ফারদান এক্সচেঞ্জ। এজন্য মেলা চলার সময় তাদের পাঠানো রেমিট্যান্স রসিদ নিয়ে আসতে হবে। ড্রয়ের মাধ্যমে বিজয়ীকে গোল্ড সেন্ডস হোটেল অ্যান্ড রিসোর্টের সৌজন্যে ওই পাঁচতারকা হোটেলের মালিকানা শেয়ার দেওয়া হবে। এ ছাড়া মেলা চলাকালে যে কেউ সহজে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।