NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

জন্মদিনে পুতিনকে ট্রাক্টর উপহার দিলেন লুকাশেঙ্কো


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:৫৯ পিএম

>
জন্মদিনে পুতিনকে ট্রাক্টর উপহার দিলেন লুকাশেঙ্কো

৭ অক্টোবর (শুক্রবার) ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭০ তম জন্মবার্ষিকী। আর এই উপলক্ষ্যে পুতিনকে ব্যতিক্রম এক উপহার— ট্রাক্টর দিয়েছেন প্রতিবেশী দেশ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো।

পুতিনের বিশ্বস্ত ও ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত লুকাশেঙ্কো নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সাবেক সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত আন্তঃসরকার সংস্থা কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্টের (সিআইএস) সম্মেলন ছিল শুক্রবার। সম্মেলনে যোগ দিতে এদিন রাশিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গের কনস্ট্যানটিনোভস্কি প্রাসাদে গিয়েছিলেন তিনি।

সেখানে উপস্থিত সাংবাদিকরা জন্মদিন উপলক্ষে পুতিনকে কী উপহার দিয়েছেন— প্রশ্ন করলে লুকাশেঙ্কো বলেন, ‘আমি একটি ট্রাক্টর উপহার দিয়েছি। এটি খুবই চমৎকার, মজবুত এবং টেকসই এবং বেলারুশের সেরা ট্রাক্টরগুলোর মধ্যে একটি।’

লুকাশেঙ্কোর উপহার

পরে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে উপহার দেওয়া সেই ট্রাক্টরটির ছবি প্রকাশ করে লুকাশেঙ্কোর দপ্তরের গণমাধ্যম শাখা। ছবি দেখে বোঝা গেছে, ট্রাক্টরটি বেলারুশ ১৫২৩.৩ মডেলের। এই মডেলের অন্যান্য ট্রাক্টরগুলোর মতো এটিও ১৫০ অশ্বশক্তির মেশিন, ওজন ৬ টন।

ট্রাক্টর নির্মাণে অবশ্য বেলারুশের খ্যাতি আছে। দেশটিতে উৎপাদিত ট্রাক্টর গুণ ও মানের দিক থেকে পৃথিবীর সেরা ট্রাক্টর বলে মনে করা হয়।

১৯৫০ সাল থেকে ট্রাক্টর তৈরি হচ্ছে বেলারুশে। বর্তমানে বিশ্বের একশ’টিরও বেশি দেশে ট্রাক্টর রপ্তানি করে বেলারুশ।

যে ট্রাক্টরটি পুতিনকে উপহার দেওয়া হয়েছে, সেটি ভূমি কর্ষণের পাশাপাশি বীজ বপনেও সক্ষম— উল্লেখ করে সাংবাদিদের লুকাশেঙ্কো কৌতুকচ্ছলে বলে, ‘আমরা (পুতিন ও লুকাশেঙ্কো) এখানে জমি চাষ করব, ফসল ফলাব, তারপর ফসল যখন পাকবে তখন সেসব আমরা দুদার (পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা) কাছে  পাঠাব, যেন ইউরোপ অনাহারে না থাকে।’

পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশ পোল্যান্ডের উদ্দেশে লুকাশেঙ্কোর হাসি-ঠাট্টা অবশ্য নতুন নয়। গত মাসে টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে তাকে কাঠ কাটতে থাকা অবস্থায় বলতে শোনা গেছে, ‘দুদা ও মোরাউইকি (পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাথিউস মোরাউইকি) যেন এবারের শীতে জমে না যায়, সেজন্য এসব কাঠ তাদের বাড়িতে পাঠানো হবে। যত কিছুই হোক, তারা আমাদের প্রতিবেশী।’