খবর প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:০৮ এএম
নিউইয়র্ক: বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের উদ্যোগে ৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত “মেমোয়ার” শিরোনামে সংগঠনটির অস্টম চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীতে বাছাইকৃত ৩৪ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পাবে। প্রতিটি শিল্পকর্ম শিল্পীদের স্ব স্ব যাপিত জীবনের প্রতিফলন হতে হবে। প্রতিটি শিল্পকর্মই ভিন্ন ভিন্ন জীবন-অভিজ্ঞতার উপস্থাপনা–সবমিলিয়ে যা পুরো প্রদর্শনীকে ভিন্ন প্রকাশ শৈলীতে অনন্য করবে বলে আশা করছেন আয়োজকরা।
প্রদর্শনীর উদ্বোধনী সংবর্ধনা অনুষ্ঠান হবে ৮ অক্টোবর বিকেল ৫টা থেকে রাত ৮টা। এছাড়া প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ১৫ দিনব্যাপী এ শিল্পকর্ম প্রদর্শনীতে আরো থাকবে “আর্টিস্ট টক” ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৫ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ৮টা।
সমাপনী অনুষ্ঠান হবে ২২ অক্টোবর অপরাহ্ন ৩টা থেকে রাত ৮টা।
প্রদর্শনীর স্থানঃ জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিং (JCAL), 161-4 Jamaica Ave, Jamaica, NY 11432।