NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা ট্রাম্পের হুমকিতে কখনোই নতি স্বীকার করবে না কানাডা সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক
Logo
logo

আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে সীরাহ কনভেনশন


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৪, ০৩:৩৭ এএম

আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে সীরাহ কনভেনশন

আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে ১৫তম সীরাত কনভেনশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর জ্যামাইকার ৮৬-৪৫ এডগার্টন বুলেভার্ডে এই আয়োজন সম্পন্ন হয়। কনভেনশনের থিম ছিল ‘মুহাম্মদ (সা.) বিশ্বশান্তি ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক’।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানটির ইংরেজি সেশন অনুষ্ঠিত হয়েছে বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত এবং বাংলা সেশন অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে অংশ নেন ফার্মাসিস্ট আমীর খান। 

বক্তব্য রাখেন কনভেনশনের চেয়ারম্যান ইমাম মির্জা আবু জাফর বেগ এবং ফাদার জিমসহ আরও অনেকে। অতিথি হিসেবে ছিলেন- আব্দুল হাদী আফসারী, মোয়াজ্জেম হোসেন ফারুকী, ড. আবুল কালাম আজাদ, ড. জহিরুল আলম, ইমাম শামসি আলী। 

আরও বক্তব্য রাখেন- মওলানা ফয়েক উদ্দিন, মওলানা সাঈদুর রহমান, ইমাম আনসারুল করীম, মওলানা লুৎফর রহমান কাশেমী, ইমাম আকিমুজ্জামানসহ আরও অনেকে। 

কনভেনশনে নাত পরিবেশন করেন এটর্নী মঈন চৌধুরী ও ইকবাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মুফতি আব্দুল মালেক।